আফগান প্রেসিডেন্ট নির্বাচনে নগণ্য ভোটার উপস্থিতি

বণিক বার্তা ডেস্ক

 আফগানিস্তানের প্রেসিডেন্ট নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল তুলনামূলক কম। তালেবানদের বয়কটে আয়োজিত নির্বাচনে মাত্র ২০ লাখ ভোটার ভোট প্রয়োগ করেছেন, যা দেশটির নিবন্ধিত ভোটারের ২০ শতাংশ। নির্বাচন কমিশনের এক কর্মকর্তা রোববার তথ্য জানান। ভোটারদের নিম্ন অংশগ্রহণ নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর রয়টার্স।

২০১৪ সালে সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচনে যেখানে ভোটার উপস্থিতি ছিল ৭০ লাখ, সেখানে এবার উপস্থিতি লক্ষণীয় পরিমাণে কমেছে।

ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে শনিবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তবে নিম্ন ভোটার উপস্থিতি এবং ভোট প্রক্রিয়া নিয়ে অভিযোগের কারণে অস্পষ্ট ফলাফলের শঙ্কা বাড়াচ্ছে, যা যুদ্ধবিধ্বস্ত দেশটিকে আরো সংকটে ফেলতে পারে।

জঙ্গি হামলার হুমকি মোকাবেলা করে অনেক ভোটার ভোট দিতে এসেছেন। তালেবানের হুমকির পরিপ্রেক্ষিতে গণতান্ত্রিক প্রক্রিয়া সুরক্ষায় পশ্চিমা সমর্থিত সরকারের সক্ষমতা যাচাইয়ের মাধ্যম হিসেবে বিবেচিত হচ্ছে নির্বাচনটি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন