প্রযুক্তি উন্নয়নে সুবারুতে অংশীদারিত্ব বাড়াচ্ছে টয়োটা

আধুনিক প্রযুক্তির চালকবিহীন বিদ্যুত্চালিত গাড়ি নিয়ে আসতে গৃহীত কোম্পানির যৌথ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সুবারুতে নিজেদের অংশীদারত্বি ১৬ দশমিক ৮০ শতাংশ থেকে বাড়িয়ে ২০ শতাংশ করছে টয়োটা মোটর করপোরেশন। ১৪ বছরের পুরনো অংশীদারটিতে টয়োটার শেয়ারের পরিমাণ ইকুইটি মেথড প্রক্রিয়ায় বাড়বে। যার অর্থ দাঁড়াচ্ছে টয়োটার সমন্বিত আর্থিক স্থিতিপত্রে সুবারুর আয়ের হিসাবও যুক্ত থাকবে।

দুই জাপানি গাড়ি নির্মাতা কোম্পানির চুক্তির আওতায় টয়োটার হাজার কোটি ইয়েনের শেয়ার অধিগ্রহণ করবে সুবারু। জাপানের বৃহত্তম গাড়ি নির্মাতা কোম্পানিটিও সুবারুতে প্রায় সমপরিমাণ অতিরিক্ত অর্থ বিনিয়োগ করছে।

কর্তৃপক্ষের অনুমোদনসাপেক্ষে শেয়ারবাজার থেকে কোম্পানি দুটি একে অন্যের শেয়ার ক্রয় করবে। বৈদ্যুতিক স্বচালিত গাড়ি নিয়ে ভোক্তা চাহিদা বাড়াতে ছোট প্রতিপক্ষ সফটব্যাংকের মতো প্রযুক্তি জায়ান্টদের সঙ্গে অংশীদারিত্ব বাড়াচ্ছে টয়োটা।            সূত্র: জাপান টুডে

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন