আমেরিকা বাংলাদেশ চেম্বার ও এনআরবির সেমিনার

উন্নয়ন ত্বরান্বিত করতে প্রবাসীদের বিনিয়োগ বাড়াতে হবে

author_name

       ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার লক্ষ্যে কাজ করছে বাংলাদেশ সরকার। পাশাপাশি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনেও অনেক কর্মসূচি নেয়া হয়েছে। উন্নয়নের গতি ত্বরান্বিত করতে দেশে প্রবাসীদের বিনিয়োগ বাড়াতে হবে। এক্ষেত্রে বাংলাদেশী আমেরিকান প্রবাসীদের এগিয়ে আসতে হবে।

গতকাল নিউইয়র্কের লা গার্ডিয়া ম্যারিয়ট হোটেলে অনুষ্ঠিত এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। আমেরিকা বাংলাদেশ চেম্বার অব কমার্স সেন্টার ফর এনআরবি যৌথভাবে ইউএনজিএ ২০১৯ সাইডলাইন বিজনেস সেমিনার: ইউএস-বাংলাদেশ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট: রোল অব বাংলাদেশী আমেরিকানস শীর্ষক সেমিনারের আয়োজন করে। 

সেমিনারে বক্তারা বাংলাদেশে যুক্তরাষ্ট্র প্রবাসীদের মেধা অর্থ বিনিয়োগের বিভিন্ন দিক আলোচনা করেন। প্রচলিত বৈদেশিক মুদ্রাপ্রবাহের বাইরেও মেধাভিত্তিক বৈদেশিক মুদ্রার ব্যাপারে ভাবার বিষয়ে গুরুত্বারোপ করেন। দেশে বিনিয়োগ করলে বাংলাদেশ আমেরিকার কী কী সুবিধা রয়েছে, তাও তুলে ধরেন বক্তারা।

পররাষ্ট্রমন্ত্রী . কে আব্দুল মোমেন, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি,  পরিবেশ, বন জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী শাহাব উদ্দিন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়ক আবুল কালাম আজাদ, পরিকল্পনা মন্ত্রণালয়ের সদস্য (সিনিয়র সচিব) . শামসুল আলম, নিউইয়র্কে বাংলাদেশ মিশনের কনসাল জেনারেল এইচ এমএস ফয়জুন্নেসা সেমিনারে বক্তৃতা করেন।

এছাড়া আলোচনায় অংশ নেন যুক্তরাষ্ট্রের বাংলাদেশ সোসাইটির নেতা আলী, প্রেস ক্লাব সভাপতি আবু তাহের, এবিসিসি ডিরেক্টর আব্দুল কাদের মিয়া, এনওয়াই পিডি কর্মকর্তা হুমায়ুন কবির, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি সৈয়দ আলমাস কবির, ব্যাংকার ওয়াসেফ চৌধুরী, প্রিন্সটন আলফা ইউএসএর প্রতিষ্ঠাতা . শাকিল আহমেদ, অর্থনীতিবিদ . আহমেদ আল কবির, ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ মিশনের ইকোনমিক মিনিস্টার শাহাবুদ্দিন পাটোয়ারী। তথ্য উপস্থাপন করেন এবিসিসির পরিচালক শেখ গালিব রহমান।

সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন এনআরবির চেয়ারপারসন এমএস শেকিল চৌধুরী। এবিসিসির সাধারণ সম্পাদক মো. লিটন আহমেদ স্বাগত বক্তব্য রাখেন। এবিসিসির পক্ষ থেকে ভোট অব থ্যাংকস প্রদান করেন জেড রাসেল। তাশরিকুল ইসলাম নিরব অনুষ্ঠান পরিচালনায় সহায়তা করেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন