চলতি বছর স্মার্টফোন বিক্রি কমবে ৩.২%

author_name

   বৈশ্বিক বাজারে টানা কয়েক বছর ধরে স্মার্টফোন বিক্রি কমছে। চলতি বছরও বিক্রি কমবে দশমিক শতাংশ, যা -যাবত্কালের মধ্যে সর্বোচ্চ। বাজার গবেষণা প্রতিষ্ঠান গার্টনারের এক প্রতিবেদনে এমন পূর্বাভাস দেয়া হয়েছে। খবর ফিয়ার্স ইলেকট্রনিকস।

গার্টনারের প্রতিবেদন অনুযায়ী, বৈশ্বিক টেলিযোগাযোগ খাতে পঞ্চম প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক প্রযুক্তি ফাইভজির উত্থান শুরু হয়েছে। সেলফোন অপারেটরগুলো ফাইভজির বাণিজ্যিক ব্যবহার শুরুর লক্ষ্যে প্রস্তুতি সম্পন্ন করেছে। বিদ্যমান নেটওয়ার্ক অবকাঠামো হালনাগাদের কাজ চলছে দ্রুত। ফাইভজি সমর্থিত ডিভাইসের কল্যাণে স্মার্টফোন বাজার প্রবৃদ্ধির ধারায় ফিরবে। আগামী বছর শেষে ফাইভজি ডিভাইসের কল্যাণে স্মার্টফোন বাজারে দশমিক শতাংশ প্রবৃদ্ধি দেখা যাবে।

গার্টনার গত বৃহস্পতিবার জানায়, ডিভাইসের চড়া দাম টানা কয়েক বছর ধরে বিক্রি কমার প্রধান কারণ। এছাড়া মানুষ এখন আগের মতো ডিভাইস হালনাগাদ করছে না। ফাইভজি ডিভাইসের কল্যাণে আগামী বছর স্মার্টফোন বাজারে প্রবৃদ্ধি দেখা গেলেও তা গত বছর বিশ্বব্যাপী বিক্রি হওয়া ডিভাইসের রেকর্ড ভঙ্গ করতে পারবে না।

গার্টনারের জ্যেষ্ঠ গবেষণা পরিচালক রঞ্জিত আতওয়াল বলেন, ২০২৩ সালে বিশ্বব্যাপী যতসংখ্যক ইউনিট স্মার্টফোন বিক্রি হবে তার অর্ধেকই থাকবে ফাইভজি সমর্থিত। বিশ্বের গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি শহরে ডজনের বেশি সার্ভিস প্রোভাইডার স্বল্প পরিসরে হলেও ফাইভজি সেবা চালু করেছে। ক্রমান্বয়ে বিশ্বের গুরুত্বপূর্ণ অঞ্চলগুলো ফাইভজির আওতায় আসছে।

তিনি বলেন, ২০২৩ সালে বিশ্বব্যাপী বিক্রি হওয়া স্মার্টফোনের ৫৬ শতাংশে ফাইভজি চিপ থাকবে। অর্থাত্ ফাইভজি সমর্থিত স্মার্টফোনের বাজার দখল ৫৬ শতাংশে পৌঁছবে। এছাড়া আগামী বছর ফাইভজি নেটওয়ার্ক সমর্থিত স্মার্টফোনের বাজার দখল ১০ শতাংশে পৌঁছবে। আগামী পাঁচ বছরে প্রায় অর্ধেক সার্ভিস প্রোভাইডার বাণিজ্যিকভাবে ফাইভজি চালু করবে। এখন অধিকাংশ স্মার্টফোন নির্মাতা ফাইভজি নেটওয়ার্কের বাণিজ্যিক ব্যবহার শুরুর অপেক্ষা করছে। দ্রুতগতির নেটওয়ার্ক প্রযুক্তি চালু হলে ডিভাইস ব্যবহারকারীরা নতুন স্মার্টফোন কিনতে বাধ্য হবেন। যে কারণে স্মার্টফোন বিক্রি বাড়বে এবং বৈশ্বিক বাজারে বিক্রি প্রবৃদ্ধি দেখা যাবে।

বিশ্লেষকদের ভাষ্যে, স্মার্টফোন বিক্রি কমার আরো একটি কারণ হলো ডিভাইসের আয়ুষ্কাল বেড়ে যাওয়া। একই ডিভাইস এখন দীর্ঘ সময় ব্যবহার করা যাচ্ছে। যে কারণে ক্রেতারা ঘন ঘন স্মার্টফোন বদল করছেন না। বিশ্বব্যাপী স্মার্টফোন এবং অন্যান্য ফোন মিলে প্রায় ৫০০ কোটি মোবাইল ডিভাইস ব্যবহার হচ্ছে। এসব ডিভাইসের একটি বড় অংশই কয়েক বছরের পুরনো।

অ্যাপলের আইফোন স্যামসাং ব্র্যান্ডের প্রিমিয়াম অ্যান্ড্রয়েড ফোন টানা কয়েক বছর ব্যবহার করা যাচ্ছে। এর আগে দুই বছরের বেশি সময় ব্যবহার করা যেত না ডিভাইসগুলো। এছাড়া স্মার্টফোন ডিভাইসকেন্দ্রিক উদ্ভাবনও থেমে গেছে। নতুনত্ব না থাকায় নতুন ডিভাইস গ্রাহক টানতে পারছে না।

গার্টনারের পূর্বাভাস অনুযায়ী, চলতি বছর স্মার্টফোন এবং অন্যান্য মোবাইল ফোনের পাশাপাশি পার্সোনাল কম্পিউটার (পিসি) ট্যাবলেট ডিভাইস বিক্রি দশমিক শতাংশ কমে ২১৪ কোটি ইউনিটে দাঁড়াবে। গত বছর

");

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন