ফরিদপুরে ডেঙ্গু আক্রান্ত কিশোরের মৃত্যু

বণিক বার্তা প্রতিনিধি, ফরিদপুর

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু আক্রান্ত সুমন সেখ (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সুমন মাগুরার চাঁদপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে। আজ শনিবার সকাল সাড়ে ৯টায় তার মৃত্যু হয়।

হাসপাতাল সহকারী পরিচালক মাহফুজুর রহমান জানান, সুমন সেখ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ১২ আগস্ট ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। এরপর থেকে তার অবস্থা অপরিবর্তিত ছিলো। সকালে তার মৃত্যু হয়।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ফরিদপুরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৭৭ জন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩৬৬ জন। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে ১১৮ জনকে। এরমধ্যে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৪৬ জন রোগী।

গত ২০ জুলাই থেকে ১৭ আগস্ট পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ হাজার ৪১ জন। এদের মধ্যে চিকিৎসায় সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৫৫৪জন। এরমধ্যে মারা গেছেন চারজন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন