যব উৎপাদনে কানাডা

বণিক বার্তা ডেস্ক

যব উৎপাদনকারী দেশগুলোর তালিকায় কানাডার অবস্থান বিশ্বে চতুর্থ। মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) প্রতিবেদন অনুযায়ী, ২০১৬ সালে দেশটিতে মোট ৮৮ লাখ ৩৯ হাজার টন যব উৎপাদন হয়েছিল। পরের বছর দেশটিতে খাদ্যপণ্যটির উৎপাদন কমে দাঁড়ায় ৭৮ লাখ  ৯১ হাজার টনে, যা আগের বছরের তুলনায় ১০ দশমিক ৭৩ শতাংশ কম। মূলত বৈরী আবহাওয়ার জের ধরে এ সময় দেশটির যব উৎপাদন খাতে মন্দা ভাব দেখা  দেয়। আর আবহাওয়া অনুকূলে থাকায় পরের বছর অর্থাৎ ২০১৮ সালে দেশটিতে ৮০ লাখ টন যব উৎপাদনের পূর্বাভাস দিয়েছিল প্রতিষ্ঠানটি। যদিও বছর শেষে দেশটিতে কৃষিপণ্যটির উৎপাদনের পরিমাণ ছিল ৮৪ লাখ টন   সূত্র: ইনডেক্স মুন্ডি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন