এনরনের চেয়ে বড় কেলেঙ্কারির দায়ে অভিযুক্ত জেনারেল ইলেকট্রিক

বণিক বার্তা ডেস্ক

দীর্ঘ এক বছর ধরে গবেষণা করে যুক্তরাষ্ট্রের বহুজাতিক কোম্পানি জেনারেল ইলেকট্রিক (জিই) নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছেন হ্যারি মার্কোপোলুস। জেনারেল ইলেকট্রিক, এ বিগার ফ্রড দেন এনরন শীর্ষক প্রতিবেদনে কোম্পানিটিকে ৩ হাজার ৮০০ কোটি ডলার অর্থ আত্মসাতের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।

কোম্পানিটি নিজেদের দেউলিয়াত্বের জন্য সংবাদ শিরোনাম হওয়ার কথা উল্লেখ করে মার্কোপোলুস বলেন, জিই নিজেদের ২ হাজার ৯০০ কোটি ডলার ক্ষতি লুকিয়েছিল। তবে মার্কোপোলুসের অভিযোগ ভিত্তিহীন, বিভ্রান্তিকর এবং স্বার্থপ্রণোদিত বলে জানিয়েছে জিই।

৩ হাজার ৮০০ কোটি ডলার আত্মসাতের অর্থ দাঁড়ায়—কোম্পানিটি নিজেদের শেয়ারবাজারের ৪০ শতাংশ মূলধন তছরুপ করেছে, যা এনরন কিংবা ওয়ার্ল্ডকমের কেলেঙ্কারির চেয়ে আরো বেশি জঘন্য বলে মন্তব্য করেছেন মার্কোপোলুস। প্রসঙ্গত, বড় ধরনের অর্থ কেলেঙ্কারির দায়ে টেক্সাসভিত্তিক বিদ্যুৎ কোম্পানি এনরন ২০০১ সালে দেউলিয়াত্বের জন্য আবেদন করেছিল। সূত্র: বিবিসি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন