অ্যাস্টন মার্টিনের শেয়ারদর রেকর্ড পরিমাণ কমেছে

বণিক বার্তা ডেস্ক

যুক্তরাজ্যের বিলাসবহুল গাড়ি নির্মাতা কোম্পানি অ্যাস্টন মার্টিন ল্যাগোন্ডার শেয়ারদরে বড় ধরনের পতন হয়েছে। চলতি বছরে কোম্পানিটির গাড়ি বিক্রির পূর্বাভাস ৭ হাজার ২৫০ ইউনিট থেকে কমিয়ে ৬ হাজার ৪০০ ইউনিটে নির্ধারণ করা হয়েছে।

নিজেদের বাজার বিস্তৃত করার পরিকল্পনার মধ্যে কোম্পানিটি শেয়ারদরের পতনের মুখে পড়ছে, যা কোম্পানিটির ওপর নতুন চাপ তৈরি করছে। কোম্পানিটির শেয়ারদর বৃহস্পতিবার ২১ শতাংশ বা ৩৭১ পয়েন্ট কমেছে, যা নিজেদের প্রাথমিক শেয়ারদরের চেয়ে ৮০ শতাংশ কম। গত বছরের অক্টোবরে লন্ডন স্টক এক্সচেঞ্জে প্রবেশের সময় কোম্পানিটির শেয়ারদর ছিল ১৯ পাউন্ড। পরবর্তী সময়ে শেয়ারদর ৪৪৫ পয়েন্টে উন্নীত করতে পারায় কোম্পানিটি কিছুটা ঘুরে দাঁড়িয়েছিল, যদিও তখনো কোম্পানিটির শেয়ারদর কমেছিল ৪ দশমিক ৯ শতাংশ। সূত্র: গার্ডিয়ান

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন