জবাব দিচ্ছে ইংল্যান্ড

লর্ডস টেস্টে প্যাট কামিন্স ও জস হ্যাজেলউডের গতির আগুনে পুড়েছে ইংলিশরা। সঙ্গে ছিল নাথান লায়নের ঘূর্ণি জাদু। তিনজন মিলে নেন ইংল্যান্ডের ৯ উইকেট। তাতে স্বাগতিকরা প্রথম ইনিংসে ২৫৮ রানে গুটিয়ে যায়। ব্যাটিংয়ে বড় সংগ্রহ গড়তে না পারা ইংলিশরা বোলিংয়ে শক্তি দেখাচ্ছে। অভিজ্ঞ স্টুয়ার্ট ব্রডের নেতৃত্বে ইংলিশ পেস ব্রিগেড ৭১ রানেই তুলে নেয় অসিদের প্রথম ৪ উইকেট।

দলীয় ১১ রানে ডেভিড ওয়ার্নারের স্ট্যাম্প গুঁড়িয়ে দেন ব্রড। ক্যামেরন ব্যানক্রফটকে নিয়ে দলকে টানছিলেন উসমান খাজা। দলীয় ৬০ রানে ব্যানক্রফটকে শিকারে পরিণত করেন অভিষিক্ত জোফরা আর্চার। পরের ওভারে ক্রিস ওকসের বল খাজার ব্যাট ছুঁয়ে আশ্রয় নেয় উইকেট কিপার জনি বেয়ারস্টোর বিশ্বস্ত হাতে। ৩১তম ওভারের প্রথম বলে ট্রাভিস হেডকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন ব্রড।

৭১ রানে ৪ উইকেট পতনের পর স্টিভ স্মিথের সঙ্গে যোগ দেন ম্যাথু ওয়েড। এজবাস্টনে দুই ইনিংসেই সেঞ্চুরি করে অস্ট্রেলিয়াকে জেতানো স্মিথ ১৩ রানে অপরাজিত থেকে মধ্যাহ্ন বিরতিতে যান, তার সঙ্গী ওয়েড ২৩ বল খেলে কোনো রান তুলতে পারেননি। ক্রিকইনফো

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন