সেপ্টেম্বরেও পাম অয়েলের শুল্কহার শূন্য রাখছে মালয়েশিয়া

বণিক বার্তা ডেস্ক

রফতানি বাড়ানোর লক্ষ্যকে এগিয়ে নিতে ২০১৮ সালের সেপ্টেম্বরে পাম অয়েলের রফতানি শুল্ক শূন্য শতাংশে নামিয়ে এনেছিল মালয়েশিয়া। এর পর থেকে পণ্যটির রফতানি শুল্ক আর বাড়ায়নি দেশটি। এ ধারাবাহিকতায় চলতি বছরের সেপ্টেম্বরেও পণ্যটি রফতানিতে শুল্কহার শূন্য রাখছে দেশটি। দেশটির কাস্টমস বিভাগের উদ্ধৃতি দিয়ে পাম অয়েল বোর্ডের দেয়া এক সার্কুলারে এ তথ্য জানানো হয়েছে। খবর স্টার অনলাইন।

পাম অয়েল উৎপাদক ও রফতানিকারক দেশগুলোর তালিকায় মালয়েশিয়ার অবস্থান বিশ্বে দ্বিতীয়। দেশটির সরকারি তথ্য অনুযায়ী, গত বছরের সেপ্টেম্বর থেকে মালয়েশীয় রফতানিকারকরা বিনা শুল্কে পাম অয়েল রফতানি করছেন।

মে মাসে দেশটির সরকার পণ্যটি রফতানি বাড়াতে এবং বাজার বিস্তৃত করতে চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশটি পাম অয়েল রফতানিতে বিদ্যমান শুল্কহার শূন্য শতাংশে অপরিবর্তিত রাখার আভাস দিয়েছিল।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন