অবসরের ঘোষণা দেননি গেইল

ত্রিনিদাদে বুধবার ভারতের বিপক্ষে তৃতীয় ম্যাচটি ক্রিস গেইলের ক্যারিয়ারের শেষ ওয়ানডে বলে ভাবছিলেন অনেকে। ৪১ বলে ৭২ রানের টর্নেডো ইনিংস খেলে আউট হয়ে যখন ড্রেসিংরুমে ফিরছিলেন, তখন ভারতীয় ক্রিকেটাররা তাকে অভিনন্দন জানান, ড্রেসিংরুম থেকে সতীর্থরাও দাঁড়িয়ে তার প্রতি সম্মান দেখান। এ থেকে অনেকের ধারণা জন্মে, এটাই হয়তো তার শেষ ওয়ানডে। কিন্তু ম্যাচ শেষে গেইল জানিয়ে দিলেন, তিনি অবসরের ঘোষণা দেননি।

পোর্ট অব স্পেনে পরশু ক্যারিয়ারের ৩০১তম ওয়ানডে খেলেছেন গেইল। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সর্বোচ্চ ওয়ানডে খেলার স্মারক হিসেবে তার জার্সিতেও লেখা হয় ‘৩০১’। আগের ম্যাচেই তিনি ব্রায়ান লারার সর্বোচ্চ ওয়ানডে রানের রেকর্ড নিজের করে নিয়েছেন। পরশু প্রথম ওভারটি মেডেন দিয়েছেন। এরপর দর্শকদের দিয়েছেন নিখাঁদ বিনোদন। মোহাম্মদ শামির ফ্রি হিটে ছক্কা মেরে শুরু, এরপর ১০ ওভারে দুই ওপেনার তুলেছেন ১১৪ রান।

আউট হয়ে ফেরার সময় সতীর্থ, প্রতিপক্ষ দলের খেলোয়াড় ও দর্শকদের মুহুর্মুহু করতালি বলছিল, এটাই হয়তো গেইলের শেষ ওয়ানডে। কিন্তু বিদায়ী ম্যাচের দাবিকে উড়িয়ে দিয়ে তিনি বলেন, ‘আমি অবসরের ঘোষণা দিইনি।’ অধিনায়ক জেসন হোল্ডার এ নিয়ে বলেন, ‘আমার জানা মতে, তিনি অবসর নেননি।’

বিশ্বকাপের আগে গেইল ঘোষণা দিয়েছিলেন, ইংল্যান্ড আসরে খেলেই তিনি অবসর নেবেন। যদিও বিশ্বকাপের মধ্যপথে সিদ্ধান্ত পরিবর্তন করে জানান, ভারত সিরিজেও তিনি খেলবেন, খেললেনও। আইসিসি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন