টানা ১০ প্রান্তিক ধরে লোকসানে জাপান ডিসপ্লে

বণিক বার্তা ডেস্ক

চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) অ্যাপলের অন্যতম পণ্য সরবরাহকারী জাপান ডিসপ্লের লোকসান ৮৩ দশমিক ২৭ বিলিয়ন জাপানিজ ইয়েনে পৌঁছেছে, যা এক বছর আগে একই প্রান্তিকে ছিল ১ দশমিক ৭৭ বিলিয়ন জাপানিজ ইয়েন। এ নিয়ে টানা ১০ প্রান্তিকের মতো লোকসানের তথ্য দিল প্রতিষ্ঠানটি। খবর রয়টার্স।

জাপান ডিসপ্লে স্মার্টফোনের লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে (এলসিডি) নির্মাতা। এর অর্ধেকের বেশি রাজস্ব আসে অ্যাপলের কাছ থেকে। এপ্রিল-জুন প্রান্তিকে আইফোন বিক্রি ১২ শতাংশ কমার তথ্য দিয়েছে অ্যাপল। এর ফলে আইফোন বিক্রি থেকে প্রতিষ্ঠানটির রাজস্ব কমে ২ হাজার ৫৯৯ কোটি ডলারে দাঁড়িয়েছে। এর নেতিবাচক প্রভাব পড়েছে জাপান ডিসপ্লের রাজস্ব আয়ে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন