৯ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ২৪

বণিক বার্তা অনলাইন

দেশের নয় জেলায় সড়ক দুর্ঘটনায় অন্তত ২৪ জন নিহত হয়েছেন। একইসঙ্গে এসব ঘটনায় শতাধিক মানুষ আহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৬টা থেকে বিকেল পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটেছে বলে বণিক বার্তার প্রতিনিধিদের পাঠানো খবরে জানা গেছে।

ফেনী প্রতিনিধি : কক্সবাজার যাওয়ার পথে ফেনীর লেমুয়ায় একটি পিকনিকের বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় সাতজনকে ঢাকায় পাঠানো হয়েছে।

ভোরে সদর উপজেলার লেমুয়া ইউনিয়নে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লেমুয়া ব্রিজের কাছে তিব্বতিয়া কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের কামারখন্দের কোনাবাড়ীতে তিনটি বাসের ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে অন্তত ৫০ জন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

বিকেল ৩টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশের ওসি সৈয়দ সহিদ আলম।

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদীতে ট্রাকচাপায় সিএনজি অটোরিকশার তিন যাত্রী নিহত ও চারজন আহত হয়েছেন। দুপুরে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কে আচমিতা ইউনিয়নের ভিটিপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন কটিয়াদী থানার ওসি আবু শামা মো. ইকবাল হায়াত।

এছাড়া ভৈরবের অদূরে ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরা থানার মাহমুদাবাদ নামক স্থানে বাস খাদে পড়ে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১২ যাত্রী। বৃহস্পতিবার দুপুর দেড়টায় এ দুর্ঘটনা ঘটে।

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন। সকালে ফরিদপুর-বরিশাল মহাসড়কের বিশ্বরোড সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভাঙ্গা হাইওয়ে থানার ওসি আতাউর রহমান।

বরিশাল থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে আসা তুহিন পরিবহন ভাঙ্গা বিশ্বরোড অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা রাজু এন্টারপ্রাইজের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে এ হতাহতের ঘটনা ঘটে।

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের ফুলপুরে বাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে শিশুসহ দুইজন নিহত হয়েছেন। এ সময় আরও ৫ জন আহত হয়েছেন। বিকেলে ময়মনসিংহ-শেরপুর সড়কের ফুলপুর উপজেলার ইমাদপুর নামক স্থানে এ ঘটনা ঘটে।

ভোলা প্রতিনিধি : ভোলায় মাহিন্দ্রচাপায় পারভেজ (৬) নামে এক শিশু নিহত হয়েছে। দুপুর সাড়ে ১২টার দিকে ওই এলাকার ব্যারিস্টার কাঁচারিবাজারে এ ঘটনা ঘটে। নিহত পারভেজ ভোলার সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ব্যারিস্টার কাঁচারি এলাকার মো. শাহাবুদ্দিনের ছেলে।

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের সখীপুরে পিকআপ ভ্যানের চাপায় ইসতিয়াক আহমেদ (১৭) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। সকাল সাড়ে ৯টার দিকে সখীপুর-গোড়াই সড়কের বোয়ালী উত্তরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন সখীপুর থানা পুলিশের ওসি আমির।

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার গোপালপুর এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় তুহিন মোল্লা (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী সাথী বেগম (২৫)। দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন কাশিয়ানী থানা পুলিশের এসআই প্রকাশ সরকার।

নিহতরা হলেন, শেরপুরের কালিবাড়ী চেঙ্গুরিয়া গ্রামের আব্দুল মালেকের ছেলে জায়েদ (৬) এবং শম্ভুগঞ্জ এলাকার সিরাজুল ইসলাম (৪৫)।

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের কক্সবাজারের ঈদগাঁও-ইসলামাবাদ শাহ ফকির বাজার এলাকায় যাত্রীবাহী হানিফ বাসের চাপায় একবৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ইজিবাইক (টমটম) চালকসহ আরও একব্যক্তি গুরুতর আহত হয়েছেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন