সাবেক মন্ত্রী মীজানূর রহমান শেলীর প্রয়াণ

সাবেক মন্ত্রী মীজানূর রহমান শেলী আর নেই। গত সোমবার রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ... রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি দুই সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গত ২৫ জুন অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রয়াত শেলীর নাতি মাহফুজ মিজান জানান, আজ আজিমপুর কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে।

মীজানূর রহমান শেলী একাধারে আমলা, সমাজবিজ্ঞানী, শিক্ষাবিদ ও রাজনীতি বিশ্লেষক। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বতন্ত্র, বেসরকারি গবেষণা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান সেন্টার ফর ডেভেলপমেন্ট রিসার্চ বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি এবং এশিয়ান অ্যাফেয়ার্সের সম্পাদক ছিলেন তিনি। মীজানূর রহমান শেলী বাংলাদেশ ও পাকিস্তান উভয় সরকারের আমলা হিসেবে কাজ করেছেন। বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ বিভাগের পরিচালকও ছিলেন তিনি। ১৯৬৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে শিক্ষক হিসেবে যোগদান করে কর্মজীবন শুরু করেন মীজানূর রহমান শেলী। শিক্ষকতা ছেড়ে ১৯৬৭ সালে সরকারি চাকরিতে যোগদান করেন তিনি। শেলী লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক রাজনীতির ওপর পিএইচডি ডিগ্রি লাভ করেন। ১৯৮০ সালে সমাজকল্যাণ অধিদপ্তরের পরিচালক থাকা অবস্থায় চাকরি থেকে ইস্তফা দেন তিনি। ১৯৯০ সালে এরশাদ সরকারের টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন শেলী। —বিজ্ঞপ্তি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন