সুইটেবল বয় লতাকে খুঁজে পেল

ফিচার ডেস্ক

আ সুইটেবল বয় অবশেষে সুইটেবল গার্ল খুঁজে পেয়েছে। বিক্রম শেঠের উপন্যাস অবলম্বনে মিরা নায়ারের ছয় পর্বের বিবিসির সুইটেবল বয় সিরিজের মূল চরিত্র লতার ভূমিকায় একেবারে অচেনা এক অভিনেত্রী নির্বাচন করা হয়েছে। আইএএনস সংবাদ সংস্থা জানাচ্ছে, তানিয়া মানিকতালা এর আগে নির্বাচিত  ইশান খাত্তার, টাবু, সাঈদা বাই ও বিজয় ভার্মার সঙ্গে যোগ দেবেন।

আ সুইটেবল বয় বিশ্ববিদ্যালয় পড়ুয়া তেজস্বী লতার (তানিয়া মানিকতালা) কাহিনী। লতা সদ্য স্বাধীন হওয়া ভারতের এক উত্তাল সময়ে বেড়ে ওঠা নারী। একদিকে তখন স্বাধীন দেশে প্রথম গণতান্ত্রিক নির্বাচনের প্রস্তুতি চলছে, অন্যদিকে লতার মা হন্যে হয়ে পাত্র খুঁজছেন লতার জন্য—কে তার উপযুক্ত পাত্র হবে, কে তার সুইটেবল বয়—কিন্তু লতার সামনে তখন একদিকে পারিবারিক দায়িত্ব, অন্যদিকে প্রথম প্রেম এবং নিজেকে আবিষ্কারের লড়াই।

তানিয়া মানিকতাল এর আগে ফ্লেইম নামে একটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন। তিনি সংবাদমাধ্যমকে বলেন, ‘আমি পুরো সময়টা একটা ঘোরের মধ্যে আছি, সবকিছু অবিশ্বাস্য ঠেকছে...আমি লতাকে বোঝার চেষ্টা করছি, তার চারপাশের জটিল বাস্তবতা...আমি আশা করছি, লতাকে ফুটিয়ে তুলতে পারব।’

বিখ্যাত ইরানি চলচ্চিত্রকার মাজিদ মাজিদির বিয়ন্ড দ্য ক্লাউডসে অভিনয় করেন ইশান খাত্তার। আ সুইটেবল বয়ে অভিনয় করার সুযোগ পেয়ে তিনি নিজেকে ধন্যই মনে করছেন, তিনি বলেন, ‘আমি আশা করি, তার (মিরা নায়ার) আশা পূরণ করতে পারব।’ ছবিতে ইশান অভিনয় করবেন মান কাপুরের ভূমিকায়, যার দ্বন্দ্ব রাজনীতিক বাবার সঙ্গে।

আ সুইটেবল বয় চলচ্চিত্রে রূপদান প্রসঙ্গে মিরা নায়ার বলেন, ‘ভালোবাসা ও নানা হাস্যরসের মধ্য দিয়ে বিক্রম মুক্ত-স্বাধীন এক ভারতের গল্প বলেছেন। আমি এ অজানা ভারতকে বাইরের বিশ্বের কাছে হাজির করতে পারার বিরল সুযোগ পেয়ে ভীষণ রকম সম্মানিত বোধ করছি।’

তিনি আরো যোগ করেন, ‘আজকের এ সময়, সুইটেবল বয়ের জন্য সবচেয়ে উপযুক্ত সময়। উপমহাদেশের সব সেরা অভিনয় শিল্পী নিয়ে কাজ করব, উত্তর ভারতে দৃশ্যায়নের কাজ হবে। আমরা ভারতের ইতিহাস ও স্বপ্নকে জাগরূক করে তুলব।’

আরেক শিল্পী টাবু এর আগে মিরা নায়ার পরিচালিত নেইমসেক ছবিতে কাজ করেছেন। তার কথা: ‘আমি সুইটেবল বয়ে কাজ করতে পেরে খুবই আনন্দিত, বিশেষ করে মিরার সঙ্গে কাজ করা বাড়তি আনন্দের।’

তবে সুইটেবল বয়ের চরিত্রগুলোয় কারা অভিনয় করবেন ঠিক হয়ে গেলেও, এখন পর্যন্ত লতার তিন পাণিপ্রার্থী হরেশ, অমিত আর কবির—এদের ভূমিকায় কারা অভিনয় করবেন জানা যায়নি।

 

ছয় পর্বের সিরিজটির পরিবেশক বিবিসি স্টুডিওস।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন