বিলাসিতার প্রতীক তিন গাড়ি

মেহরাব মাসাঈদ হাবিব

এ সময় গাড়ি দৈনন্দিন জীবনযাপনে খুবই প্রয়োজন। ঘর থেকে বের হলেই মনে হয় নিজের একটা গাড়ি থাকলে বুঝি মন্দ হতো না। তবে এর বাইরেও অভিজাত গোত্রের শৌখিন মানুষরা এমন কিছু গাড়ি কেনে, যা বিলাসিতার প্রতীক। গ্যারেজে সুদৃশ্য নতুন মডেলের দামি গাড়িটি যেন আভিজাত্য বাড়িয়ে দেয় দ্বিগুণ। কিন্তু গ্যারেজে জায়গাজুড়ে রাখা গাড়িগুলো কেন এত বিলাসবহুল? শুধুই কি দামি, নাকি বিলাসিতার অন্য বিষয়াদিও রয়েছে? সেসব জানাতেই আজকের এ লেখা। আজ আমরা জেনে নেব বিশ্বের সবচেয়ে বিলাসবহুল গাড়ির মধ্যে তিনটি গাড়ির কথা—

এসটন মার্টিন র‌্যাপিড এস

২০০৯-এর ফ্রাংকফুর্ট মোটর শোতে উদ্বোধন হওয়া এসটন মার্টিন র্যাপিড এস বিশ্বের অন্যতম বিলাসবহুল গাড়ি। পারফরম্যান্স ও ডিজাইনের দিক থেকে অদ্বিতীয় বললেও ভুল হবে না। গাড়িটিতে রয়েছে তিন ধাপের অ্যাডাপ্টিভ ড্যাম্পিং সিস্টেম বা এডিএস, যেখানে নর্মাল, স্পোর্টস ও ট্র্যাক ফাংশন রয়েছে। ৪১২ অশ্বশক্তি ও ৫৯০০ সিসি ইঞ্জিনবিশিষ্ট গাড়িটি কিনতে খরচ হবে প্রায় ১ লাখ ৮৪ হাজার ডলার, যা বাংলাদেশী টাকায় দেড় কোটিরও বেশি।

বেন্টলে কন্টিনেন্টাল জিটি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন