শনিবার থেকে কাঁচা চামড়া কিনবে ট্যানারিগুলো

বণিক বার্তা অনলাইন

কোরবানির পশুর চামড়া নিয়ে কারসাজির অভিযোগের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের অনুরোধে আগামী শনিবার থেকে কাঁচা চামড়া কেনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন (বিটিএ)। বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মফিজুল ইসলামের সঙ্গে জরুরি বৈঠকের পর এ সিদ্ধান্ত নিয়েছে বিটিএ।

বুধবার বিকেলে সংগঠনের সভাপতি মো. শাহিন আহমেদ এ তথ্য নিশ্চিত করে বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের অনুরোধে আমরা ১৭ আগস্ট থেকে চামড়া কেনা শুরু করব।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দাম কোনও সমস্যা নয়। আমরা সরকার নির্ধারিত দামেই চামড়া কিনবো। এ সময় সংগৃহীত কাঁচা চামড়া শনিবার পর্যন্ত লবণ দিয়ে সংরক্ষণে করতে আড়তদারদের প্রতি অনুরোধ জানান তিনি।

এর আগে সকালে সংবাদ সম্মেলন করে ২০ আগস্ট থেকে চামড়া কেনা শুরু করবেন বলে জানিয়েছিলেন ট্যানার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শাহিন।

দুপুরের পর বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আব্দুল লতিফ বকসী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাণিজ্য মন্ত্রণালয়ের অনুরোধে অবিলম্বে নির্ধারিত মূল্যে কাঁচা চামড়া ক্রয় শুরু করবে ট্যানার্স অ্যাসোসিয়েশন। বাণিজ্য মন্ত্রণালয় বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনকে পূর্ব নির্ধারিত সময় অর্থাৎ ২০ অগাস্টের আগেই জরুরি ভিত্তিতে কাঁচা চামড়া ক্রয় শুরু করার অনুরোধ জানায়।

বাংলাদেশে চামড়ার মোট চাহিদার বড় অংশই আসে কোরবানির পশু থেকে। এবার ঈদের দিন থেকেই সরকারের বেঁধে দেওয়া দামের চেয়ে কম দামে চামড়া কেনা হচ্ছে বলে অভিযোগ আসতে থাকে। ট্যানারি মালিকরা বকেয়া থাকা টাকা দেননি- এই যুক্তি দেখিয়ে আড়তদাররা চামড়া কেনা বন্ধ রাখলে সঙ্কট মারাত্মক আকার ধারণ করে।

এবারের কোরবানির ঈদের চামড়া অতীতের যেকোনো সময়ের চেয়ে কম দামে বিক্রি হয়েছে। কোথাও কোথাও চামড়া মাটি চাপা দেওয়া হয়েছে বলেও খবরে এসেছে। চামড়ার দাম কম হওয়ার পেছনে সিন্ডিকেট কাজ করছে বলে অভিযোগ উঠে। এই অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

কোরবানির পশুর চামড়ার ন্যায্য দাম না ওঠায় কাঁচা চামড়া রপ্তানির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাইকারি ব্যবসায়ী ও আড়তদাররা সরকারের এ সিদ্ধান্তকে স্বাগত জানালেও ট্যানারি মালিক ও চামড়াজাত পণ্য উৎপাদকরা ক্ষতির আশঙ্কায় সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

>>কাঁচা চামড়া রপ্তানির অনুমতি দিচ্ছে সরকার

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন