সিটি ব্যাংক ও বিমানের মধ্যে চুক্তি

সিটি ব্যাংক ও বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির আওতায় দ্য বিমান বাংলাদেশ আমেরিকান এক্সপ্রেস ক্রেডিট কার্ড চালু করা হবে। এ কার্ডের গ্রাহকরা বাংলাদেশ বিমান ও সিটি ব্যাংক উভয় প্রতিষ্ঠান থেকে বিভিন্ন বিশেষায়িত সেবা উপভোগ করতে পারবেন। এটিই প্রথম কোনো কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড, যেখানে দেশের জাতীয় পতাকাবাহী ক্যারিয়ার কোনো বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে মিলে তাদের যাত্রীদের জন্য কার্ড সুবিধা প্রদান করতে যাচ্ছে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ক্যাপ্টেন ফরহাত হাসান জামিল, সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন, আমেরিকান এক্সপ্রেসের গ্লোবাল নেটওয়ার্ক সার্ভিসের পরিচালক (দক্ষিণ এশিয়া) ও পার্টনার কার্ড সার্ভিস প্রধান কুরুস পি দাস্তুর, বিমানের পরিচালক (পরিকল্পনা, বিক্রয় ও বিপণন) এয়ার কমোডর (অব) মো. মাহবুব জাহান খান, বিপণন বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিনসহ উভয় সংস্থার জ্যেষ্ঠ কর্মকর্তারা। —বিজ্ঞপ্তি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন