এআইইউবিতে সমকালীন বাংলাদেশী সাংবাদিকতা বিষয়ে আলোচনা

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশে (এআইইউবি) ‘সমসাময়িক বাংলাদেশী সাংবাদিকতা: ট্রেন্ডস অ্যান্ড চ্যালেঞ্জস’ বিষয়ে সম্প্রতি একটি সেমিনার অনুষ্ঠিত হয়। ‘মিট দি এডিটর’ নামের এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দৈনিক আমাদের নূতন সময়, দৈনিক আমাদের অর্থনীতি, দৈনিক আওয়ার টাইম ও অনলাইন নিউজ পোর্টাল আমাদের সময় ডটকমের গ্রুপ চিফ সম্পাদক, সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব নাইমুল ইসলাম খান। বিশ্ববিদ্যালয়ের মিডিয়া ও গণযোগাযোগ বিভাগের উদ্যোগে দেশের সাংবাদিকতার রূপান্তর সম্পর্কে শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের জন্য সেমিনারটির আয়োজন করা হয়।

নাইমুল ইসলাম খান তার সাংবাদিকতা ও মিডিয়ার অভিজ্ঞতা শ্রোতাদের সঙ্গে শেয়ার করেন। এমএমসি শিক্ষার্থীরা বাংলাদেশী সাংবাদিকতা শিল্পের বিশাল চিত্র থেকে অনানুষ্ঠানিক আলাপচারিতার মাধ্যমে সাম্প্র্রতিক শিল্পের প্রবণতাগুলো সম্পর্কে জানার সুযোগ পান। কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. তাজুল ইসলাম সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন। মিডিয়া ও গণযোগাযোগ বিভাগের সহকারী অধ্যাপক আফরোজা শোমা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। বিশিষ্ট অতিথিদের মধ্যে এমএমসি বিভাগের সহকারী অধ্যাপক নিয়াজ মজুমদার ও মোহাম্মদ ফয়েসাল চৌধুরী, রসায়ন বিভাগের সিনিয়র সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুব রব্বানী, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক থিওটোনিয়াস গোমস, এআইইউবি প্রশাসনের বিভাগের সহকারী পরিচালক কাজী লতিফুল হক চপল ও এআইইউবির জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মো. আবু মিয়া আকন্দ তুহিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।   —বিজ্ঞপ্তি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন