প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাস প্রতিরোধবিষয়ক সেমিনার

প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি কনফারেন্স সেন্টারে সুচিন্তা ফাউন্ডেশনের উদ্যোগে জঙ্গিবাদের বিরুদ্ধে সম্প্রতি ‘জাগো তারুণ্য, রুখো সন্ত্রাস’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সেমিনারে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুল হান্নান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার একেএম আশরাফুল হক, রেজিস্ট্রার আবুল কাশেম মোল্লা, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী অরুণা বিশ্বাস, সুচিন্তা ফাউন্ডেশনের সমন্বয়ক একেএম আজহারুল ইসলাম অরুণ। অনুষ্ঠানে সঞ্চালনা করেন আজ সারাবেলার সম্পাদক জব্বার হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ডা. মুরাদ হাসান বলেন, জঙ্গিবাদের কোনো আদর্শ নেই, জঙ্গিবাদের কোনো ভিত্তি নেই, জঙ্গিবাদের কোনো ভবিষ্যৎও নেই, কোনো নীতিও নেই এবং এর কোনো মানেও নেই।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন, বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক, কর্মকর্তাসহ তিন শতাধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন। —বিজ্ঞপ্তি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন