দ্বিতীয় প্রান্তিকে ইন্দোনেশিয়ার প্রবৃদ্ধিতে শ্লথগতি

চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে দুই বছরের মধ্যে সবচেয়ে মন্থর ত্রৈমাসিক প্রবৃদ্ধির কথা জানিয়েছে দক্ষিণপূর্ব এশিয়ার বৃহত্তম অর্থনীতি ইন্দোনেশিয়া। যুক্তরাষ্ট্র ও চীনের বাণিজ্যযুদ্ধের প্রভাবে দ্বিতীয় প্রান্তিকে দেশটির প্রবৃদ্ধি মন্থর হয়ে পড়েছে।

সরকারি পরিসংখ্যান অনুসারে, রফতানি ও বিনিয়োগে পতনের কারণে চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে ইন্দোনেশিয়ার প্রবৃদ্ধি দুর্বল হয়ে ৫ দশমিক শূন্য ৫ শতাংশে দাঁড়িয়েছে, যা গত বছরের একই সময়ের ৫ দশমিক ২৭ শতাংশ প্রবৃদ্ধির চেয়ে কম।

চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান বাণিজ্যযুদ্ধ বৈশ্বিক অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করছে। ফলে আন্তর্জাতিক বাজারে কয়লা ও পাম তেলের মতো প্রধান রফতানি পণ্যের দুর্বল দাম নিয়ে সমস্যায় পড়েছে ইন্দোনেশিয়া। পরিসংখ্যান সংস্থার প্রধান সুহারিয়ান্তো বলেন, বৈশ্বিক অর্থনীতির গতি উল্লেখযোগ্য হারে মন্থর হয়ে পড়েছে। ফলে আমরা যেসব চ্যালেঞ্জের মুখে রয়েছি, সেগুলো সহজে কাটিয়ে ওঠা যাচ্ছে না। এদিকে এ মন্থর প্রবৃদ্ধি ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডোর জন্য নতুন চ্যালেঞ্জ হাজির করছে।       সূত্র: রয়টার্স

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন