উইন্ডিজ-ভারত প্রথম ওয়ানডে পরিত্যক্ত

তিন ম্যাচ টি২০ সিরিজে ভারতের কাছে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবেছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। ওয়ানডে সিরিজে স্বাগতিকরা ঘুরে দাঁড়াতে পারে কিনা, সেটাই ছিল সবার প্রশ্ন। কিন্তু দুই দেশের প্রথম ওয়ানডে ম্যাচে রাজত্ব করেছে বৃষ্টি। বৃষ্টির কারণে গায়ানার এ ম্যাচটি নির্ধারিত হয় ৩৪ ওভারে। কিন্তু মাত্র ১৩ ওভার খেলা সম্ভব হয়। এ সময়ে ১ উইকেট হরিয়ে ৫৪ রান সংগ্রহ করে স্বাগতিকরা। এরপর বৃষ্টি ও ভিজে মাঠের কারণে পরিত্যক্ত হয়ে যায় ম্যাচটি।

বৃষ্টিতে পণ্ড হওয়া এ ম্যাচে ক্রিস গেইলের মন্থর ব্যাটিং অবাক করেছে ক্রিকেটপ্রেমীদের। মাঠে নামার মধ্য দিয়ে নতুন মাইলফলকও স্পর্শ করেন এ বাঁহাতি ওপেনার। ক্রিকেটের বরপুত্র ব্রায়ান লারাকে টপকে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সবচেয়ে বেশি ওয়ানডে ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন গেইল। অবশ্য ওয়ানডে ম্যাচ খেলার দিক থেকে দুজনই সমতায় (২৯৯)। বিশ্ব একাদশের হয়ে লারা খেলেছেন চার ম্যাচ আর গেইল তিন ম্যাচ। ক্রিকইনফো

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন