যুক্তরাষ্ট্রের মিসৌরিতে ওয়ালমার্ট থেকে সশস্ত্র যুবক গ্রেফতার

বণিক বার্তা ডেস্ক   

যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের স্প্রিংফিল্ডে ওয়ালমার্টের এক দোকান থেকে সশস্ত্র ও বর্মপরিহিত এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। দেশটিতে এক সপ্তাহের মধ্যে পরপর দুটি বন্দুক হামলার পর এ ঘটনায় গ্রাহকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খবর রয়টার্স।

স্থানীয় সময় বৃহস্পতিবার বিকালে অস্ত্রসহ ওয়ালমার্ট থেকে বের হওয়ার পর বর্মপরিহিত ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তার কাছে একটি গুলিভর্তি রাইফেল ও ১০০ রাউন্ড গুলি পাওয়া গেছে। স্থানীয় পুলিশ বিভাগ জানিয়েছে, সশস্ত্র অবস্থায় ২০ বছর বয়সী এক শ্বেতাঙ্গ যুবককে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এছাড়া কোনো গুলির ঘটনা ঘটেনি বলে পুলিশ নিশ্চিত করেছে।

উল্লেখ্য, গত শনিবার এক শ্বেতাঙ্গ যুবক টেক্সাস অঙ্গরাজ্যের এল পাসোতে ওয়ালমার্টের দোকানে বন্দুক হামলা চালায়। এতে ২২ জন নিহত হয়। এর মাত্র ১৩ ঘণ্টা পর ওহাইওর ডেটনে একই ধরনের বন্দুক হামলায় নয়জন প্রাণ হারান। এল পাসোর ঘটনায় সন্দেহভাজন হামলাকারীকে গ্রেফতার করা হলেও ডেটনের হামলাকারী নিহত হয়। এ দুটি ঘটনার কয়েকদিন আগেই ক্যালিফোর্নিয়ায় খাদ্য উৎসবে বন্দুক হামলায় তিনজন নিহত হন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন