দুঃস্থদের ঈদের চাল বিতরণে অনিয়ম, প্যানেল চেয়ারম্যান ও সচিবের কারাদণ্ড

বণিক বার্তা প্রতিনিধি, নড়াইল

পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে দুঃস্থ ও অসহায়দের জন্য বরাদ্দকৃত ভিজিএফ এর চাল বিতরণে অনিয়মের অভিযোগে নড়াইল সদর উপজেলা বিছালী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান গাজী হাফিজুর রহমান ও ইউপি সচিব অসিম কুমার বিশ্বাসকে ৩ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

শুক্রবার (৯ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমান আদালতের বিচারক মো. আল আমিন এ আদেশ দেন।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে দুঃস্থ ও অসহায়দের জন্য বিতরনকৃত ভিজিএফ এর চাল বিতরণে অনিয়মের অভিযোগে বৃহস্পতিবার (৮ আগস্ট) সন্ধ্যায় সদর উপজেলার বিছালী ইউনিয়ন পরিষদে অভিযান চালান। চাল বিতরণে অনিয়ম হওয়ায় এসময় প্রায় ৭৫ মন চাল জব্দ করে ভ্রাম্যমান আদালত।

আজ শুক্রবার ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল আমিন প্যানেল চেয়ারম্যান গাজী হাফিজুর রহমান ও ইউনিয়ন পরিষদের সচিব অসিম কুমার বিশ্বাসকে তিনদিনের কারাদণ্ড প্রদান করেন। ঈদ-উল-আযহা উপলক্ষে ইউনিয়নের প্রায় ১২শ দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে এ চাল বিতরণ করার কথা ছিল।

নির্বাহী ম্যাজিস্ট্রে ও ভ্রাম্যমান আদালতের বিচারক মো. আল আমিন বিষয়টি নিশ্চিত করেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন