ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কে কঠোর নজরদারি

বণিক বার্তা প্রতিনিধি নাটোর

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে নাটোরে মহাসড়কে কঠোর নজরদারি করছে হাইওয়ে পুলিশ। ফিটনেসবিহীন যানবাহন, গাড়ির গতি পরিমাপের পাশাপাশি কাগজপত্র তল্লাশি করছে বনপাড়া হাইওয়ে পুলিশ। ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে অবৈধ যানবাহনের বিরুদ্ধে দেয়া হচ্ছে মামলা।

উত্তরাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে পাঁচ থেকে আটটি জেলার মানুষ যাতায়াত করে। ঈদের মৌসুমে স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ গাড়ি চলাচল করে এ মহাসড়ক দিয়ে। ফিটনেসবিহীন যানবাহন, ওভারলোড ও অতিরিক্ত গতির কারণে এ মহাসড়কে প্রায়ই ঘটে দুর্ঘটনা।  ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে আগে থেকেই মহাসড়কে অভিযান শুরু করেছে বনপাড়া হাইওয়ে পুলিশ।

বনপাড়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক মাহফুজুর রহমান বলেন, এবারের ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে আমরা কঠোর অবস্থানে রয়েছি। ফিটনেসবিহীন, ওভারলোড ও ওভারস্পিডে চলাচলকারী যানবাহনের বিরুদ্ধে আমরা মামলা দিচ্ছি। এতে দেখা যাচ্ছে, মহাসড়কে আধা ঘণ্টা অভিযান চালালে ৮-১০টি মামলা হচ্ছে। কোনো অবৈধ যানবাহনকে ছাড় দেয়া হচ্ছে না।

শুধু বনপাড়া-হাটিকুমরুল মহাসড়ক নয়, বনপাড়া-পাবনা, নাটোর-রাজশাহী মহাসড়কেও চালানো হচ্ছে অভিযান।

এদিকে ঈদের আগে পুলিশের অভিযানে স্বস্তি এনে দিয়েছে সাধারণ মানুষের মনে। ঈদের পরও অবৈধ যানবাহনের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন তারা।

স্থানীয় গণমাধ্যম কর্মী নাহিদ হোসেন বলেন, বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে ঈদ এলেই যানবাহনের অতিরিক্ত চাপ থাকে। যাত্রী পরিবহনের জন্য  ফিটনেসবিহীন গাড়ি মহাসড়ক দাপিয়ে বেড়ায়। এতে প্রায়ই ঘটে দুর্ঘটনা। কিন্তু এবার অভিযানের কারণে ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধ হয়েছে। আশা করছি, ঈদের পরও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয় জাহিদ হাসান নামে এক ব্যক্তি বলেন, মহাসড়কে হাইওয়ে পুলিশের এ ধরনের অভিযান ঈদের পরে অব্যাহত থাকলে মানুষ পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপন শেষে নিরাপদে কর্মস্থলে ফিরতে পারবে।

বনপাড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে প্রতিদিনই আমরা মহাসড়কে অভিযান পরিচালনা করছি।  ডিজিটাল স্ক্যানার মেশিনের পাশাপাশি স্পিড গানে  গাড়ির গতি পরিমাপ করা হচ্ছে। যারা অতিরিক্ত গতিতে গাড়ি চালাছে, তাদের বিরুদ্ধে মামলা দিচ্ছি। এছাড়া ফিটনেসবিহীন যানবাহন ও ওভারলোডেড গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।

ওসি আরো বলেন,  আমি যোগদানের পর গত ঈদ ভালোভাবে পার করেছি। মহাসড়কে কোনো ঝামেলা হয়নি। আশা করছি, এবারের ঈদও স্বস্তিদায়ক হবে। তবে চালকদের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন হতে হবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন