ডেনমার্কের লেনদেন প্লাটফর্ম কিনছে মাস্টারকার্ড

প্রায় ২৮৫ কোটি ইউরোতে ডেনমার্কভিত্তিক কোম্পানি নেটসের মালিকানাধীন একটি লেনদেন প্লাটফর্ম কিনতে যাচ্ছে মাস্টারকার্ড। এটি মাস্টারকার্ডের সবচেয়ে বড় অধিগ্রহণ হতে যাচ্ছে।

চুক্তির মাধ্যমে একটি ইলেকট্রনিক বিলিং প্লাটফর্ম ও ইনস্ট্যান্ট পেমেন্ট সার্ভিস পাচ্ছে মাস্টারকার্ড। ২০২০ সালের প্রথমার্ধে চুক্তি কার্যকর হওয়ার পর অন্তত দুই বছর মাস্টারকার্ডের মুনাফা কিছুটা ক্ষতিগ্রস্ত হবে।

মাস্টারকার্ডের প্রধান পণ্য ও উদ্ভাবন কর্মকর্তা মাইকেল মাইব্যাখ বলেন,  এ চুক্তির ফলে যেকোনো ব্যাংক, মার্চেন্ট ও সরকারি লেনদেন প্রয়োজন মেটাতে ওয়ান-স্টপ অংশীদার হিসেবে অবস্থান আরো শক্তিশালী হলো।

অধিগ্রহণ ও গুরুত্বপূর্ণ শেয়ার বিনিয়োগসহ বিভিন্ন খাতে চলতি বছর এরই মধ্যে ১১০ কোটি ডলার বিনিয়োগ করেছে মাস্টারকার্ড।

            সূত্র: দ্য ন্যাশনাল

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন