১২৪ ভিওআইপি প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল

বণিক বার্তা অনলাইন

১২৪টি ভিওআইপি (ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল) সার্ভিস প্রোভাইডারের লাইসেন্স বাতিল করে সেগুলোর কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। সরকারের বকেয়া পাওনা পরিশোধ ও নির্দিষ্ট সময়ে লাইসেন্স নবায়ন না করায় এগুলোর লাইসেন্স বাতিল করা হয় বলে বুধবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিটিআরসির বিজ্ঞপ্তিতে বলা হয়, ১২৪টি প্রতিষ্ঠানের মধ্যে ১০৬টি প্রতিষ্ঠান সরকারের বকেয়া পাওনা পরিশোধ ও যথাসময়ে নবায়নের আবেদন করেনি। এ ছাড়া ১৮টি প্রতিষ্ঠান যথাযথ নিয়মে আবেদন করেনি। তাই প্রতিষ্ঠানগুলোর লাইসেন্স বাতিল করা হয়েছে।

লাইসেন্স না থাকায় প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম এখন অবৈধ। প্রতিষ্ঠানগুলোকে বিজ্ঞপ্তি প্রকাশের এক মাসের মধ্যে বকেয়া পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় এগুলোর বিরুদ্ধে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সংস্থাটি।

বিটিআরসি তথ্য অনুযায়ী, ১২৪টির লাইসেন্স বাতিল করার পর এখন বৈধ ভিএসপির সংখ্যা দাঁড়ালো ৬৪৯টিতে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন