ঢাকার বাইরের ডেঙ্গু রোগীদের চিকিৎসায় চিকিৎসকদের প্রশিক্ষণ

ঢাকার বাইরের ডেঙ্গু রোগীদের সঠিক চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার উদ্যোগে এবং বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের সহায়তায় গত সোমবার দেশের ১৩টি মেডিকেল কলেজ এবং জেলা ও সদর হাসপাতালে কর্মরত চিকিৎসকদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। আজ ও আগামীকাল বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে ভিডিও কনফারেন্সিংয়ের সাহায্যে বাকি ৫১টি জেলার সব পর্যায়ের চিকিৎসকদের ডেঙ্গু ব্যবস্থাপনা প্রশিক্ষণ দেয়া হবে। ডেঙ্গু জ্বরের ব্যবস্থাপনার জাতীয় গাইডলাইনগুলো সব জেলায় পাঠানো হয়েছে এবং স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটেও সংরক্ষণ করা হয়েছে।

সোমবার ডেঙ্গু প্রতিরোধে নিজ বাসভবন ও কর্মস্থলে এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও বর্জ্য অপসারণ বিষয়ে সাধারণ জনগণকে সঠিক তথ্য প্রদানের মাধ্যমে সচেতন করার লক্ষ্যে ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের জন্য একটি ওরিয়েন্টেশন প্রোগ্রাম করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কীটতত্ত্ববিদ ওই অনুষ্ঠানে ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা নিয়ে তথ্যভিত্তিক কারিগরি বিষয়াদি উপস্থাপন করেন। —বিজ্ঞপ্তি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন