হাথুরুসিংহের শ্রীলংকা অধ্যায় শেষ!

চন্ডিকা হাথুরুসিংহেকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড। বোর্ডের সচিব মোহন ডি সিলভা জানিয়েছেন, হাথুরুর চুক্তি বাতিল করে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দেয়া হবে বোর্ডের প্রধান পরিচালন কর্মকর্তা জেরোমে জয়ারত্নকে। তিনি নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন হোম সিরিজে কোচের ভূমিকায় থাকবেন। হাথুরুর ছাঁটাই নিয়ে এমন খবরই দিয়েছে শ্রীলংকান সংবাদপত্র ডেইলি নিউজ।

মোহনের উদ্ধৃতি দিয়ে ডেইলি নিউজ লিখেছে, ‘আজ (সোমবার) বোর্ড কর্মকর্তাদের নিয়ে আমাদের একটি বৈঠক আছে। আমরা চন্ডিকা হাথুরুসিংহের চুক্তি বাতিল করব এবং নিউজিল্যান্ড সিরিজে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ করব জেরোমে জয়ারত্নকে।’

বিশ্বকাপে লংকানরা ব্যর্থ হওয়ার পরই হাথুরুকে বিদায় করার নির্দেশ দেন ক্রীড়ামন্ত্রী হারিন ফার্নান্দো । যদিও গত সপ্তাহে লংকান বোর্ড মন্ত্রীর অনুমতি নিয়ে নিউজিল্যান্ড সিরিজেও হাথুরু ও তার কোচিং স্টাফকে দায়িত্ব পালনের সুযোগ করে দেয়। বোর্ড চেয়েছিল, তারা যাতে এ সময় কোচ খুঁজে পায় এবং হাথুরুও সম্মানজনকভাবে বিদায় নিতে পারেন। এমন সিদ্ধান্ত আসে দুই পক্ষের আলোচনায়। যদিও পরে জানা যায়, যতটা ভাবা হয়, আলোচনা আসলে ততটা আন্তরিক ছিল না এবং হাথুরু অনমনীয় ছিলেন।

আসলে উচ্চ বেতনই কাল হলো হাথুরুর। তিনি মাসে ৪০ হাজার ডলার (প্রায় ৩৩ লাখ টাকা) বেতন নেন লংকান বোর্ডের কাছ থেকে, যা শ্রীলংকার ইতিহাসেই রেকর্ড। দ্বীপ দেশটির বোর্ড তাকে এর অর্ধেক বেতনের প্রস্তাব করে, যা মানতে নারাজ বাংলাদেশের সাবেক কোচ। এ নিয়ে মোহন ডি সিলভা বলেন, ‘তিনি আলোচনায় মোটেও নমনীয় ছিলেন না, তাই আমরা তার চুক্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছি।’

২০১৭ সালে আকস্মিক সিদ্ধান্তে বাংলাদেশের কোচের পদ ছেড়ে দিয়ে শ্রীলংকার দায়িত্ব নেন হাথুরুসিংহে। লংকান বোর্ডের সঙ্গে তার তিন বছরের চুক্তি হয়। বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ২০২০ সালের ডিসেম্বরে। তবে লংকান বোর্ড এখনই সম্পর্কের সমাপ্তি চাইছে। প্রথমত, বিশ্বকাপ ব্যর্থতা; দ্বিতীয়ত, উচ্চ বেতন। এ দুটি কারণেই হাথুরুকে আর চায় না সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। এছাড়া দল নির্বাচনে কিছু খেলোয়াড়কে নিয়ে পক্ষপাতের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এসব কারণেই ক্রীড়ামন্ত্রীর বিরাগভাজন হন তিনি।

বাংলাদেশের সঙ্গে সম্প্রতি শেষ হওয়া ওয়ানডে সিরিজ শুরুর আগেই জানা গিয়েছিল, এটাই হবে হাথুরুর শেষ সিরিজ। এর পরও নিউজিল্যান্ড সিরিজে দায়িত্ব পালন করে যেতে পারতেন। যদিও বোর্ডের প্রস্তাব মনঃপূত হয়নি তার।

লংকান অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুস এরই মধ্যে জয়ারত্নকে স্বাগত জানিয়েছেন। তার কথায়, ‘তিনি (জয়ারত্নে) খুবই খোলামনের মানুষ কিন্তু খেলোয়াড়দের ব্যাপারে খুব মনোযোগী। তিনি ব্যাটিংয়ে বিশেষজ্ঞ এবং মূলত ব্যাটসম্যানদের নিয়ে নিবিড়ভাবে কাজ করতে পারবেন। সব মিলিয়ে তিনি একজন ভালো কোচ ও ভালো মানুষ। কাজেই তাকে পাশে পেলে আমরা খুশিই হব।’

এদিকে শ্রীলংকার সঙ্গে সিরিজ চলাকালেই গুঞ্জন চলছিল, হাথুরুকে ফেরাতে পারে বাংলাদেশ। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এ ব্যাপারে পরিষ্কার করে কিছু বলেনি। ডেইলি নিউজ

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন