ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে প্রোগ্রামিং প্রতিযোগিতা

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ ও গার্লস কম্পিউটার প্রোগ্রামিং ক্লাবের (ডিআইইউজিসিপিসি) যৌথ আয়োজনে ‘কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০১৯’ সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের তিনটি ক্যাম্পাসে একযোগে অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় ৪৫৪ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন, যার মধ্যে প্রধান ক্যাম্পাসে ২৬৯, স্থায়ী ক্যাম্পাসে ১২৬ ও উত্তরা ক্যাম্পাসে ৫৯ জন অংশ নেন।

প্রতিযোগিতা চলার সময় প্রতিযোগিতাস্থল পরিদর্শন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ড. এম কায়কোবাদ ও ড্যাফোডিল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. সৈয়দ আকতার হোসেন।

দিনব্যাপী প্রতিযোগিতা শেষে বিকালে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রধান ক্যাম্পাসের ৭১ মিলনায়তনে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সাউথ ইস্ট ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ও এসিএম-আইসিপিসি ওয়ার্ল্ড ফাইনালের বিচারক শাহরিয়ার মনজুর। এ সময় বিশেষ অতিথি ছিলেন বুয়েটের অধ্যাপক ড. এম কায়কোবাদ ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. এসএম মাহবুব উল হক মজুমদার। ড্যাফোডিল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. সৈয়দ আকতার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জ্যেষ্ঠ প্রভাষক ও জিসিপিসির আহ্বায়ক হাসনা হেনা, জ্যেষ্ঠ প্রভাষক সাইফুল ইসলাম, প্রতিযোগিতার বিচার পরিচালক তারিফ এজাজ প্রমুখ।  —বিজ্ঞপ্তি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন