বাংলাদেশ ইউনিভার্সিটিতে মাদক, ইভ টিজিং ও জঙ্গিবাদবিরোধী সভা

সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে সচেতনতামূলক এক আলোচনা সভা ৪ আগস্ট ইউনিভার্সিটি আরবান ল্যাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার ওয়াহিদুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ জিজি বিশ্বাস, বিইউর সিএসই বিভাগের প্রধান মো. সাদিক ইকবাল, ছাত্রলীগ মোহাম্মদপুর থানার সাধারণ সম্পাদক নাইমুল হাসান রাসেল প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিভার্সিটির পরিচালক (টেকনিক্যাল) কাজী তাইফ সাদাত।

প্রধান অতিথির বক্তব্যে ওয়াহিদুল ইসলাম বলেন, মাদক, কিশোর অপরাধ, ইভটিজিং, সন্ত্রাস ও জঙ্গিবাদ আমাদের দেশের প্রধান সমস্যা। দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে এ সামাজিক সমস্যা নিরসনে কাজ করতে হবে। অনুষ্ঠানে অন্য বক্তারা বলেন, দেশ আমাদের সবার, তাই দেশকে ভালো রাখার দায়িত্বও সবার। শুধু পুলিশ ও প্রশাসনের ওপর সব দায়িত্ব চাপিয়ে দিয়ে দেশকে নিরাপদ রাখা যাবে না।

অনুষ্ঠানে ইউনিভার্সিটির শিক্ষক, ছাত্রছাত্রী, কর্মকর্তা-কর্মচারীসহ বিপুলসংখ্যক আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন