একদিনে ১১ হাজার ৭০০ কোটি ডলার খুইয়েছেন শীর্ষ ধনীরা

বণিক বার্তা ডেস্ক

চলতি সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে চলতি বছরের সবচেয়ে বড় পতন ঘটায় সোমবার নিজেদের সমন্বিত নিট সম্পদের ২ দশমিক ১ শতাংশ হারিয়েছেন বিশ্বের শীর্ষ ৫০০ ধনী। খবর ব্লুমবার্গ।

যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য উত্তেজনা নিয়ে বিনিয়োগকারীদের প্রতিক্রিয়ায় সোমবার ১০০ কোটি ডলার বা তারও বেশি হারিয়েছেন ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্সের ২১ সদস্য। এর মধ্যে সবচেয়ে বেশি সম্পদ হারিয়েছেন মার্কিন বহুজাতিক ই-কমার্স কোম্পানি অ্যামাজন ডটকমের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। বিশ্বের শীর্ষ অনলাইন খুচরা বিক্রেতা কোম্পানিটির শেয়ারদর কমায় ৩৪০ কোটি ডলার হারিয়েছেন বেজোস। তা সত্ত্বেও ১১ হাজার কোটি ডলার নিট সম্পদ নিয়ে এখনো বিশ্বের শীর্ষ ধনী তিনি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন