ব্রাজিলের চিনি উৎপাদনের হ্রাস-বৃদ্ধি

বণিক বার্তা ডেস্ক

বৈশ্বিক চিনি উৎপাদনকারী দেশগুলোর তালিকায় ব্রাজিলের অবস্থান শীর্ষে। দেশটিতে ২০০৯-১০ থেকে ২০১৭-১৮ মৌসুম পর্যন্ত চিনি উৎপাদনে চাঙ্গা ভাব বজায় রয়েছে। এ ধারাবাহিকতায় সর্বশেষ মৌসুমে ব্রাজিলে খাদ্যপণ্যটির উৎপাদনের পরিমাণ দাঁড়িয়েছে ৩ কোটি ৮৮ লাখ ৭০ হাজার টন। এর আগের মৌসুমে দেশটিতে চিনি উৎপাদনের পরিমাণ ছিল ৩ কোটি ৯১ লাখ ৫০ হাজার টন, এটাই ছিল এ সময়ের মধ্যে পণ্যটি উৎপাদনের সর্বোচ্চ পরিমাণ। এক বছরের ব্যবধানে দেশটিতে চিনি উৎপাদনের পরিমাণ ২ লাখ ৮০ হাজার টন কমে যায়।

২০১১-১২ মৌসুমে ব্রাজিলে চিনি উৎপাদনের পরিমাণ ছিল ৩ কোটি ৬২ লাখ টন। পরের মৌসুমে পণ্যটির উৎপাদন ২৪ লাখ টন বেড়ে দাঁড়ায় ৩ কোটি ৮৬ লাখ টন। এরপর টানা তিন বছর ব্রাজিলের চিনি উৎপাদনে মন্দা ভাব দেখা দেয়। এ ধারাবাহিকতায় ২০১৫-১৬ মৌসুমে এসে দেশটির চিনি উৎপাদনের পরিমাণ দাঁড়ায় ৩ কোটি ৪৬ লাখ ৫০ হাজার টন। তবে পরের মৌসুমে দেশটি ৪৫ লাখ টন বেশি চিনি উৎপাদন করে রেকর্ড গড়ে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন