ক্লাউড ব্যবসায় প্রত্যাশার চেয়েও ভালো করেছে মাইক্রোসফট

বণিক বার্তা ডেস্ক

২০১৮-১৯ কোম্পানি অর্থবছরে ক্লাউড ব্যবসায় বিশ্লেষকদের ভুল প্রমাণ করেছে মাইক্রোসফট। চতুর্থ প্রান্তিকে এ সফটওয়্যার জায়ান্টের রাজস্ব ১২ শতাংশ বেড়ে ৩৩ দশমিক ৭ বিলিয়ন ডলার হয়েছে। নিট আয়ও ৪৯ শতাংশ বেড়ে হয়েছে ১৩ দশমিক ২ বিলিয়ন ডলার। মূলত ক্লাউড ব্যবসায় দারুণ পারফরম্যান্সের কারণেই এমন ফল করেছে সত্য নাদেলার নেতৃত্বাধীন মাইক্রোসফট।

কোম্পানির প্রতিবেদন অনুযায়ী, ৩০ জুন সমাপ্ত প্রান্তিকে মাইক্রোসফটের বাণিজ্যিক ক্লাউড ব্যবসার রাজস্ব ১১ বিলিয়ন ডলারে পৌঁছেছে। ফলে কোম্পানির কৌশলগত রূপান্তরের গর্ভজাত এ উদ্যোগের বার্ষিক রেভিনিউ রান রেট দাঁড়িয়েছে ৪৪ বিলিয়ন ডলারে।

২০১৮ অর্থবছরের প্রথম প্রান্তিকে কোম্পানির বার্ষিক রেভিনিউ রান রেট প্রথমবারের মতো ২০ বিলিয়ন ডলারের মাইলফলক ছোঁয়। আর তখনই ২০১৫ সালে সত্য নাদেলার গৃহীত উচ্চাভিলাষী পদক্ষেপের যথার্থতা প্রমাণ হয় বলে মনে করেন বিশ্লেষকরা।

মাইক্রোসফটের ক্লাউড ব্যবসার মধ্যে রয়েছে অফিস ৩৬৫ কমার্শিয়াল, অ্যাজুর, ডিনামিক্স ৩৬৫ এবং আরো কয়েকটি ক্লাউড সেবা। এ পণ্যগুলো কয়েক বছরে ব্যাপক ব্যবসা করেছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন