অর্ধেক ব্যাংকের শেয়ারদর বেড়েছে : ডিএসইতে সূচক বাড়লেও লেনদেন কমেছে

নিজস্ব প্রতিবেদক

সপ্তাহের প্রথম কার্যদিবসে গতকাল দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এর মধ্যে ব্যাংক খাতের শেয়ারে মিশ্র প্রভাব পরিলক্ষিত হয়েছে। এ খাতের অর্ধেক প্রতিষ্ঠানের শেয়ারদর বেড়েছে। অন্যদিকে দেশের আরেক শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক কিছুটা কমেছে। এদিকে দেশের দুই স্টক এক্সচেঞ্জেই লেনদেন গতকাল আগের দিনের তুলনায় কমেছে।

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, গতকাল লেনদেনের শুরুতে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় ছিল। তবে প্রথম ঘণ্টার পর থেকেই নিম্নমুখিতা পরিলক্ষিত হয়। কিন্তু শেষ পর্যন্ত শেয়ার বিক্রির চেয়ে কেনার চাপ বেশি থাকায় দিন শেষে আগের দিনের তুলনায় ৩ দশমিক ১২ পয়েন্ট বেড়ে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫ হাজার ১৭২ পয়েন্টে দাঁড়িয়েছে। শরিয়াহ সূচক ডিএসইএস ১ দশমিক ৭৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৯৩ পয়েন্টে। আর নির্বাচিত কোম্পানির সূচক ডিএসই-৩০ ১ দশমিক ৭১ পয়েন্ট কমে ১ হাজার ৮৩৬ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে গতকাল ৪৬৩ কোটি ৮৫ লাখ টাকার লেনদেন হয়েছে, এর আগের কার্যদিবসে যা ছিল ৪৮১ কোটি ১৬ লাখ টাকা।

সপ্তাহের প্রথম কার্যদিবসে গতকাল লেনদেন হওয়া ৩৫২টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দর বেড়েছে ১৫২টির, কমেছে ১৬৭টির আর অপরিবর্তিত ছিল ৩৩টির বাজারদর।

গতকাল ডিএসইতে তালিকাভুক্ত ৩০টি ব্যাংকের মধ্যে দর বেড়েছে ১৫টির, কমেছে ১১টির আর অপরিবর্তিত ছিল চারটি ব্যাংকের শেয়ার দর।

ডিএসইতে গতকাল লেনদেন (টাকায়) তালিকায় একক কোম্পানি হিসেবে সবার ওপরে ছিল যথাক্রমে মুন্নু সিরামিকস, ইউনাইটেড পাওয়ার, ফরচুন সুজ, বাংলাদেশ শিপিং করপোরেশন, জেনেক্স ইনফোসিস, ইন্দো-বাংলা ফার্মা, বীকন ফার্মা, সিলকো ফার্মা, বিবিএস কেবল ও স্টাইলক্র্যাফট লিমিটেড।

অন্যদিকে দরবৃদ্ধির শীর্ষে ছিল আলহাজটেক্স, ড্রাগন সোয়েটার, ইনটেক অনলাইন, স্টাইলক্র্যাফট, সায়হাম টেক্স, মুন্নু স্টাফলার্স, গ্ল্যাক্সোস্মিথক্লাইন, কাট্টালি টেক্সটাইল, জাহিন স্পিনিং ও মিরাকেল ইন্ডাস্ট্রিজ।

দর কমার শীর্ষ কোম্পানিগুলোর মধ্যে রয়েছে এসইএমএল লেকচার ইকুইটি, এসইএমএল এফবিএসএল গ্রোথ ফান্ড, এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ড, প্রাইম ফিন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচুয়াল ফান্ড, সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড, আইসিবি সোনালী ব্যাংক ১ম মিউচুয়াল ফান্ড, প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ড, ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড ও কে অ্যান্ড কিউ।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স সিএসসিএক্স দশমিক শূন্য ৫ শতাংশ এবং সার্বিক সূচক সিএএসপিআই দশমিক শূন্য ৩ শতাংশ কমেছে। সিএসইতে লেনদেনের পরিমাণ আগের দিনের তুলনায় কিছুটা বেড়ে ১৭ কোটি টাকায় দাঁড়িয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন