ফারইস্ট ইসলামী লাইফের পর্ষদ সভা আবারো পিছিয়েছে

নিজস্ব প্রতিবেদক

ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের লভ্যাংশ নির্ধারণী পর্ষদ সভার তারিখ আবারো পেছানো হয়েছে। পূর্বঘোষণা অনুযায়ী আজ কোম্পানির পর্ষদ সভা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণবশত তা স্থগিত করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ৭ আগস্ট বিকাল ৪টায় এ সভা অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৮ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) ফারইস্ট ইসলামী লাইফের জীবন বীমা তহবিলের আকার ২২ কোটি ৬৬ লাখ ৬০ হাজার টাকা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৩৬৮ কোটি ৯১ লাখ ৬০ হাজার টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির জীবন বীমা তহবিল বেড়েছিল ২৫ কোটি ৩১ লাখ ৮০ হাজার টাকা। তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কোম্পানির জীবন বীমা তহবিল কমেছে ২৪ কোটি ১২ লাখ টাকা, যেখানে আগের হিসাব বছরের একই সময়ে তহবিল কমেছিল ৩ কোটি ৬৯ লাখ ১০ হাজার টাকা।

সর্বশেষ ২০১৭ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। তার আগে ২০১৬ হিসাব বছরে ১৫ শতাংশ নগদের পাশাপাশি ২০ শতাংশ স্টক ও ২০১৫ হিসাব বছরে ৩৯ শতাংশ নগদ লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানির শেয়ারহোল্ডাররা।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল এ শেয়ারের সর্বশেষ দর ছিল ৬১ টাকা ৬০ পয়সা। সমাপনী দর ছিল ৬১ টাকা ৮০ পয়সা। গত এক বছরে শেয়ারটির দর ৫৩ টাকা ৯০ পয়সা থেকে ৭৯ টাকা ১০ পয়সার মধ্যে ওঠানামা করেছে।

২০০৫ সালে তালিকাভুক্ত ফারইস্ট ইসলামী লাইফের অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ৭৪ কোটি ৭৪ লাখ ৩০ হাজার টাকা। মোট শেয়ার সংখ্যা ৭ কোটি ৪৭ লাখ ৪২ হাজার ৭৫১। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের হাতে রয়েছে ৩২ দশমিক ৮৮ শতাংশ শেয়ার। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৩৮ দশমিক ৮৬ শতাংশ, বিদেশী বিনিয়োগকারীদের কাছে ৩ দশমিক ৫৯ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ২৪ দশমিক ৬৭ শতাংশ শেয়ার রয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন