জুলাইয়ে শ্রীলংকায় পর্যটক আগমন কমেছে

জুলাইয়ে শ্রীলংকায় পর্যটক আগমন আগের বছরের একই সময়ের তুলনায় ৪৬ দশমিক ৯ শতাংশ কমে ১ লাখ ১৫ হাজার ৭০১ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে শ্রীলংকার পর্যটন উন্নয়ন কর্তৃপক্ষ (এসএলটিডিএ)। ইস্টার সানডের হামলার কারণে দেশটিতে পর্যটন কমেছে বলে জানিয়েছে একই সূত্র।

তবে বছরওয়ারি হিসাবে জুলাইয়ে পর্যটক আগমন কমলেও আগের মাসগুলোর তুলনায় ওই মাসে দেশটিতে পর্যটন আগমন বেড়েছে। জুন ও মে মাসে দেশটিতে আগের বছরের একই সময়ের তুলনায় পর্যটক আগমন কমেছিল যথাক্রমে ৫৭ ও ৭১ শতাংশ।

গত কয়েক সপ্তাহে দেশটির পর্যটন খাত উল্লেখযোগ্য হারে বেড়েছে বলে জানিয়েছেন এসএলটিডিএর মহাপরিচালক উপালি রত্নায়েক। 

অক্টোবর থেকে দেশটির পর্যটন শিল্প সন্তোষজনক মৌসুমের দেখা পাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন উপালি রত্নায়েক। এদিকে জুলাইয়ে দেশটির পর্যটক সংখ্যা আগের মাসের তুলনায় ৮৩ শতাংশ বেড়েছে। প্রসঙ্গত, ইস্টার সানডেতে শ্রীলংকার তিনটি চার্চ ও তিনটি বিলাসবহুল হোটেলে সন্ত্রাসী হামলায় ৪৪ জন বিদেশীসহ মোট ২৫০ মানুষ নিহত হয়।

            সূত্র: ইকোনমিনেক্সট

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন