দুবাইয়ে কর্মসংস্থান বেড়েছে

গত জুনে ২ হাজার ৩৯৪টি নতুন ব্যবসায়ের লাইসেন্স অনুমোদন করেছে দুবাইয়ের অর্থনৈতিক উন্নয়ন বিভাগ (ডিইডি)। এতে নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে ৭ হাজার ৫০০।

ডিইডির বিজনেস রেজিস্ট্রেশন অ্যান্ড লাইসেন্সিং সেক্টর বলছে, পেশাজীবী খাতে নতুন লাইসেন্সের ৫৮ দশমিক ৫০ শতাংশ দেয়া হয়েছে। বাণিজ্যিক, পর্যটন ও শিল্প খাতে লাইসেন্স দেয়া হয়েছে যথাক্রমে ৩৮ দশমিক ৯০ শতাংশ, ১ দশমিক ৯০ শতাংশ ও শূন্য দশমিক ৭০ শতাংশ। এতে উপসাগরীয় এ শহরটিতে ৭ হাজার ৫৯৮ নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।

এক বিবৃতিতে বলা হয়, ডিইডির ডিজিটাল প্লাটফর্ম দ্য বিজনেস ম্যাপে ২২ হাজার ৭৫৯টি ব্যবসায় রেজিস্ট্রেশন ও লাইসেন্সিং লেনদেন সম্পন্ন হয়েছে। বিবৃতিতে আরো বলা হয়, লাইসেন্স নবায়নের লেনদেন ছিল ১০ হাজার ৪১৭টি, যার মধ্যে ৫ হাজার ৩৩৫টি টেক্সট বার্তার মাধ্যমে পুনরায় নবায়ন করা হয়েছে।  

            সূত্র: অ্যারাবিয়ান বিজনেস

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন