টেক্সাসের পর ওহিওর বারে বন্দুকধারীর গুলি, নিহত ৯

বণিক বার্তা অনলাইন

যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক শপিং মলে বন্দুকধারীর গুলিতে ২০ জন নিহত হওয়ার কয়েক ঘণ্টার ব্যবধানে দেশটির আরেক অঙ্গরাজ্য ওহিওর ডেটনে একই ধরনের হামলা হয়েছে। রাজ্যের ওরেগন জেলার ডেটনে একটি বারের বাইরে এক বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে ৯ জন নিহত হয়েছেন। খবর বিবিসি

স্থানীয় সময় শনিবার রাত ১টার দিকে ওই বন্দুক হামলার পর পুলিশ ই-৫ রোডের নেড পেপারস বারে এ ঘটনা ঘটে। পরে পুলিশের পাল্টা গুলিতে বন্দুকধারী নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

সামাজিক যোগযোগ মাধ্যমে আসা ভিডিওতে দেখা গেছে, গুলির মধ্যে মানুষজন রাস্তায় ছোটাছুটি করছে। ঘটনার পরপরই ডেটনের পুলিশ এক টুইটার বার্তায় লোকজনকে ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেয়।

হামলার পর পুলিশ ই-৫ রোডের আশপাশের এলাকা ঘিরে ফেলে। এফবিআইর সদস্যরাও দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে।

এর কয়েক ঘণ্টা আগে শনিবার স্থানীয় সময় বেলা ১১টায় যুক্তরাষ্ট্রের টেক্সাসে একই ধরনের হামলার ঘটনা ঘটে। অঙ্গরাজ্যের এল পাসো এলাকার সিয়েলো ভিস্তা শপিং মলে ওয়ালমার্টের একটি স্টোরে বন্দুকধারীর হামলায় ২০ জন নিহত হন।

>>টেক্সাসে শপিং মলে বন্দুকধারীর গুলি, নিহত ২০

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন