চট্টগ্রামে মেট্রোরেলের বিকল্প নেই: চসিক মেয়র

নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামের মিরসরাইয়ে বঙ্গবন্ধু শিল্পনগর, আনোয়ারায় দেশী-বিদেশী ইকোনমিক জোন চালু হলে নগরীতে নতুন করে ১৫ লাখ মানুষ বাড়বে। এক্ষেত্রে এমআরটি বা মেট্রোরেলের বিকল্প নেই। তাই সিডিএর নতুন মাস্টারপ্ল্যানে এমআরটির জায়গা চিহ্নিত করতে হবে। চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র (চসিক) আ জ ম নাছির উদ্দিন গতকাল চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) এক্সপ্রেসওয়ে ও চসিকের এমআরটি সম্পর্কিত সমন্বয় সভায় এ কথা বলেন।

চসিকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় মেয়র বলেন, ‘নগরবাসীর স্বার্থে টেকসই উন্নয়ন চাই আমরা। এমআরটি বা মেট্রোরেল এখন অপরিহার্য। বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। সিডিএ নতুন মাস্টারপ্ল্যানে এমআরটি করিডোর রাখবে। এ মুহূর্তে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে বাধা নেই। সামনের দিনগুলোয় নগরীতে গণপরিবহনের চাপ আরো বাড়বে। মিরসরাইয়ে বঙ্গবন্ধু শিল্পনগর হচ্ছে। আনোয়ারায় ইকোনমিক জোন হচ্ছে। এগুলো পুরোদমে উৎপাদনে গেলে ১৫ লাখ মানুষ নগরে যুক্ত হবে। তাই গণপরিবহনকে অগ্রাধিকার দিতে হবে। চসিক এমআরটি বা মেট্রোরেলের পরিকল্পনা করছে। সরকার এ ব্যাপারে অত্যন্ত আন্তরিক। এমআরটি রাখতেই হবে।

সভায় চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামশুদ্দোহা, সিডিএর প্রকল্প পরিচালক মাহফুজুর রহমান, সিডিএর প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস, চসিকের প্রধান প্রকৌশলী লে. কর্নেল মহিউদ্দিন আহমেদ, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, সিডিএর এক্সপ্রেসওয়ের ডিজাইনার নূর সাদেকসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন