ডেঙ্গু নিয়ে দেশে জরুরি অবস্থা জারির প্রয়োজন নেই —জাপা চেয়ারম্যান

বণিক বার্তা প্রতিনিধি লালমনিরহাট ও কুড়িগ্রাম

চলমান ডেঙ্গু পরিস্থিতির পরিপ্রেক্ষিতে দেশে জরুরি অবস্থায় জারির প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন জাতায় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। গতকাল দুপুরে লালমনিরহাটের সদর উপজেলার রাজপুর উচ্চ বিদ্যালয় মাঠে ত্রাণ বিতরণকালে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ডেঙ্গু দমনে যাদের গাফিলতি আছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তবে ডেঙ্গু চিকিসায়, জনসচেতনতা ও পরিচ্ছন্নতায় কঠোর মনিটরিং ব্যবস্থা জোরালো করতে হবে।

এ সময় জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা, আহসান আদেলুর রহমান, লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মতিয়ার রহমান, জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি এসকে খাজা মঈনুদ্দিন প্রমুখ।

এদিকে কুড়িগ্রাম সদর উপজেলার পাঁছগাছী কলেজমাঠে ত্রাণ বিতরণকালে জিএম কাদের বলেন, আমরা এসেছি বন্যাদুর্গত এলাকা পারিদর্শনে। বন্যাদুর্গত এলাকায় জনগণের দুঃখ, দুর্দশা লাঘবে সরকার কী পদক্ষেপ নিয়েছে, বিরোধীদলীয় নেতা হিসেবে সেগুলো আমরা দেখার জন্য এসেছি। যখনই যে এলাকায় বন্যা হবে, সেই এলাকাকে বন্যার্ত এলাকা ঘোষণা করে তালিকা অনুযায়ী ত্রাণ সহায়তা পৌঁছে দিতে হবে।

এ সময় উপস্থিত মো. মশিউর রহমান রাঙ্গা, জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান আদেল এমপি, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদ, উপদেষ্টা মণ্ডলীর সদস্য মেজর (অব.) আশরাফুদ্দৌলা তাজ, যুগ্ম দপ্তর সম্পাদক এমএ রাজ্জাক খান, জেলা জাতীয় পার্টি সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাক প্রমুখ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন