বিশ্বব্যাপী অপরিশোধিত ইস্পাতের উৎপাদন বেড়েছে ৪.৬%

বণিক বার্তা ডেস্ক   

চলতি বছরের জুনে বিশ্বের ৬৪টি দেশে ১৫ কোটি ৯০ লাখ টন অপরিশোধিত ইস্পাত উৎপাদন হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৪ দশমিক ৬ শতাংশ বেশি। এছাড়া চলতি বছরের প্রথম ছয় মাসে বিশ্বে পণ্যটির উৎপাদন দাঁড়িয়েছে ৯২ কোটি ৫১ লাখ টন, যা গত বছরের একই সময়ের তুলনায় ৪ দশমিক ৯ শতাংশ বেশি। চলতি বছরের মে মাসে বিশ্বে মোট অপরিশোধিত ইস্পাতের উৎপাদন ছিল ১৬ কোটি ২৭ লাখ টন, যা গত বছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ৪ শতাংশ বেশি। তবে মাসভিত্তিক হিসাবে এক মাসে পণ্যটির উৎপাদন কমেছে ৩৭ লাখ টন। ওয়ার্ল্ড স্টিল অ্যাসোসিয়েশনের সাম্প্রতিক এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সংস্থাটির প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের প্রথম ছয় মাসে এশিয়ায় অপরিশোধিত ইস্পাতের উৎপাদন গত বছরের তুলনায় ৭ দশমিক ৪ শতাংশ  বেড়ে দাঁড়িয়েছে ৬৬ কোটি ২ লাখ টনে। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোয় এ সময়ে ধাতব পণ্যটির উৎপাদন কমেছে ২ দশমিক ৫ শতাংশ। চলতি বছরের প্রথম ছয় মাসে ইইউর ৮ কোটি ৪৭ লাখ টন অপরিশোধিত ইস্পাত উৎপাদন হয়েছে। এ সময় উত্তর আমেরিকায় পণ্যটির উৎপাদন দাঁড়িয়েছে ৬ কোটি ১ লাখ টন, যা গত বছরের একই সময়ের তুলনায় ১ দশমিক ৪ শতাংশ বেড়েছে। এ সময়েই সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশগুলোয় (সিআইএস) ৫ কোটি ৫ লাখ টন অপরিশোধিত ইস্পাত উৎপাদন হয়েছে। গত বছরও দেশগুলোয় পণ্যটির উৎপাদনে সমপরিমাণ ছিল।

ওয়ার্ল্ড স্টিলের তথ্য অনুযায়ী, অপরিশোধিত ইস্পাত উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ চীনে পণ্যটির উৎপাদন বেড়েছে ১০ শতাংশ। চলতি বছরের জুনে দেশটিতে ৮ কোটি ৭৫ লাখ টন অপরিশোধিত ইস্পাত উৎপাদন হয়েছে। এ সময়ে ভারতে পণ্যটির উৎপাদন দাঁড়িয়েছে ৯৩ লাখ টনে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৪ শতাংশ বেশি। অন্যদিকে জাপানে পণ্যটির উৎপাদন দশমিক ৪ শতাংশ কমে ৮৮ লাখ টনে দাঁড়িয়েছে। দক্ষিণ কোরিয়ার উৎপাদন ২ দশমিক ৬ শতাংশ কমে ৬০ লাখ টনে দাঁড়িয়েছে।

চলতি বছরের জুনে ইইউভুক্ত দেশ জার্মানিতে পণ্যটির উৎপাদন হয়েছে ৩৪ লাখ টন, যা গত বছরের এ সময়ের তুলনায় ৫ দশমিক ৮ শতাংশ কম। ইতালির উৎপাদন ২ দশমিক ৫ শতাংশ কমে ২১ লাখ টন হয়েছে। অন্যদিকে জুনে ফ্রান্সের উৎপাদন গত বছরের তুলনায় ৩ দশমিক ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এ সময়ে দেশটিতে ১৩ লাখ টন অপরিশোধিত ইস্পাত উৎপাদন হয়েছে। আর ইইউর আরেক দেশ স্পেনের উৎপাদন ২ দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ১২ লাখ টনে দাঁড়িয়েছে।

যুক্তরাষ্ট্রে চলতি বছরের জুনে ৭৩ লাখ টন অপরিশোধিত ইস্পাত উৎপাদন হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ১ শতাংশ বেশি। এ সময়ে ব্রাজিলে পণ্যটির উৎপাদন গত বছরের তুলনায় ৩ দশমিক ১ শতাংশ কমে ২৮ লাখ টন হয়েছে। তুরস্কে পণ্যটির উৎপাদন ১১ শতাংশ কমে ২৭ লাখ টন আর ইউক্রেনে অপরিশোধিত ইস্পাতের উৎপাদন গত বছরের জুনের চেয়ে ৩ শতাংশ কমে ১৭ লাখ টনে দাঁড়িয়েছে।

অন্যদিকে চলতি বছরের মে মাসে চীনে অপরিশোধিত ইস্পাতের উৎপাদন হয়েছে ৮ কোটি ৯১ লাখ, যা গত বছরের একই সময়ের তুলনায় ১০ শতাংশ বেশি। এ সময়ে ভারতে উৎপাদিত অপরিশোধিত ইস্পাতের পরিমাণ ছিল ৯২ লাখ টন, জাপানের ৮৭ লাখ ও দক্ষিণ কোরিয়ার ৬৪ লাখ টন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন