যুক্তরাষ্ট্রের গম রফতানি কমেছে ৪২%

বণিক বার্তা ডেস্ক   

১ জুন যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে নতুন গম বিপণন মৌসুম। এ মৌসুমের ২৫ জুলাই শেষ হওয়া সপ্তাহে দেশটি আগের সপ্তাহের তুলনায় ৪২ শতাংশ কম গম রফতানি করেছে। মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর প্লটস।

ইউএসডিএর তথ্য অনুযায়ী, ২৫ জুলাই শেষ হওয়া সপ্তাহে যুক্তরাষ্ট্র থেকে আন্তর্জাতিক বাজরে সব মিলিয়ে ৩ লাখ ৮৩ হাজার ৬৬ টন গম রফতানি হয়েছে, যা আগের সপ্তাহের তুলনায় ৪২ শতাংশ কম।

এ সময় যুক্তরাষ্ট্র থেকে সবচেয়ে বেশি গম রফতানি হয়েছে ব্রাজিলে। ব্রাজিলে গম রফতানির পরিমাণ ছিল ৮৫ হাজার টন। এছাড়া ফিলিপাইনে রফতানি হয়েছে ৭১ হাজার ৯০০ টন। জাপান, মেক্সিকো, তাইওয়ান ও একুয়েডরে রফতানির হয়েছে যথাক্রমে ৫১ হাজার ৩০০ টন, ৩৫ হাজার ৫০০, ৩০ হাজার ৯০০ ও ৩০ হাজার ৭০০ টন। ইউএসডিএর মতে, ওই সপ্তাহে যুক্তরাষ্ট্রের ৫০ হাজার ১০০ টন গমের ক্রয়াদেশ বাতিল করা হয়। তবে কোন দেশ এ ক্রয়াদেশ বাতিল করেছে, সে সম্পর্কে তথ্য প্রকাশ করেনি সংস্থাটি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন