ইন্দোনেশিয়ায় আগামী বছর কয়লার চাহিদা বাড়বে ১২%

বণিক বার্তা ডেস্ক   

ইন্দোনেশিয়ার বিদ্যুৎকেন্দ্রগুলোয় আগামী বছর কয়লার চাহিদা বাড়ার পূর্বাভাস দিয়েছে দেশটির রাষ্ট্রীয় বিদ্যুৎ উৎপাদক ও বিতরণ সংস্থা পিএলএন। সংস্থাটির প্রাক্কলন অনুযায়ী, চলতি বছরের তুলনায় আগামী বছর দেশটিতে জ্বালানিপণ্যটির চাহিদা ১২ শতাংশ বাড়বে। কয়লাচালিত নতুন বিদ্যুৎকেন্দ্রগুলোয় বাড়তি চাহিদার প্রেক্ষাপটে এ প্রাক্কলন করেছে রাষ্ট্রীয় সংস্থাটি। খবর জাকার্তা পোস্ট।

পিএলএনের প্রাক্কলন অনুযায়ী, ২০২০ সালে সরকারি ও বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলোয় কয়লার চাহিদা ১২ দশমিক ৩৭ শতাংশ বৃদ্ধি পাবে। এ সময় জ্বালানিপণ্যটির চাহিদা বেড়ে ১০ কোটি ৯০ লাখ টনে দাঁড়াবে।

সংস্থাটির সিস্টেম প্ল্যানিং ম্যানেজার আরিয়েফ সুগিয়েনতো বলেন, চলতি বছরের সেপ্টেম্বরে দেশটিতে দুটি কয়লাচালিত নতুন বিদ্যুৎকেন্দ্র বাণিজ্যিকভাবে চালু হতে যাচ্ছে। যাওয়া-৭ ও যাওয়া-৮ নামের বিদ্যুৎকেন্দ্র দুটির সম্মিলিত উৎপাদন সক্ষমতা হবে ২ গিগাওয়াট। যে কারণে আগামী বছর গ্যাসের চাহিদা কমলেও কয়লার চাহিদা বাড়তির দিকে থাকবে।

প্রাক্কলন অনুযায়ী, আগামী বছর দেশটিতে গ্যাসের চাহিদা ৫ দশমিক ৬ শতাংশ কমে গিয়ে দাঁড়াবে ৪৮ হাজার ৬০০ কোটি ঘনফুট। তবে এ সময় দেশটিতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) চাহিদা ২২ শতাংশ বৃদ্ধি পেয়ে ২২ হাজার ১০০ কোটি ঘনফুটে গিয়ে দাঁড়াবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন