আইএমএফ প্রধান হওয়ার দৌড়ে এগিয়ে বুলগেরিয়ার জর্জিয়েভা

 

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান হওয়ার লড়াইয়ে এগিয়ে আছেন বিশ্বব্যাংকের বুলগেরিয়ার প্রধান নির্বাহী ক্রিস্টালিনা জর্জিয়েভা। অবশ্য জর্জ অসবোর্নকে সামনে রেখে অনেকটা ব্যর্থ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যুক্তরাজ্য।

ইউরোগ্রুপের সাবেক চেয়ারম্যান জেরোইন ডিজেলব্লোয়েমের বিপরীতে লড়াইয়ে ২৮ সদস্য রাষ্ট্রের ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ৫৬ শতাংশ সমর্থন পাচ্ছেন জর্জিয়েভা। এদিকে নেদারল্যান্ডস ও সুইডেন বলছে, তারা শুক্রবারের ভোটের ফলাফল মেনে নেবে না।

মূলত ই-মেইলের মাধ্যমে ইউরোপের বিভিন্ন দেশের প্রতিনিধিরা তাদের ভোট প্রয়োগ করেছেন। প্রায় ১২ ঘণ্টাব্যাপী ভোটগ্রহণ শেষে ফলাফল জানানো হয়। এর আগে প্রারম্ভিক তালিকা থেকে পাঁচজনের সংক্ষিপ্ত একটি তালিকাও প্রস্তুত করা হয়।

            সূত্র: গার্ডিয়ান

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন