পবিত্র ঈদুল আজহা ১২ আগস্ট

নিজস্ব প্রতিবেদক

দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে গতকাল। সে হিসেবে দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হবে আগামী ১২ আগস্ট সোমবার। গতকাল সন্ধ্যায় বায়তুল মোকাররমের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ধর্ম প্রতিমন্ত্রী ও কমিটির সভাপতি শেখ মোহাম্মদ আব্দুল্লাহ এ কথা জানান।

বৈঠক চলাকালে ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি, ইসলামিক ফাউন্ডেশনের তথ্য সচিব আনিসুর রহমান, বায়তুল মোকাররম মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি মাওলানা মিজানুর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এদিকে সৌদি আরবে গতকালই শুরু হয়েছে জিলহজ মাস। এ অনুযায়ী হজের আনুষ্ঠানিকতা শুরু হবে ৮ আগস্ট বৃহস্পতিবার। ওইদিন সন্ধ্যার পর পরই মক্কা থেকে মিনার উদ্দেশে রওনা হবেন হাজিরা। শুক্রবার সারাদিন মিনায় অবস্থান করে ওইদিন রাতে আরাফাতের ময়দানের দিকে যাত্রা করবেন তারা। অন্যদিকে পবিত্র হজ অনুষ্ঠিত হবে ১০ আগস্ট শনিবার। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোয় ঈদুল আজহা উদযাপন হবে পরদিন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন