বন্যার্তদের চাল ও আর্থিক সহায়তা দেয়া হচ্ছে: ত্রাণ প্রতিমন্ত্রী

বণিক বার্তা প্রতিনিধি সাভার

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেছেন, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বিভিন্ন জেলায় বন্যার্ত মানুষের জন্য ভিজিএফ প্রকল্পের আওতায় চাল ও স্থানীয় সংসদ সদস্যদের সুপারিশে আর্থিক সহায়তা দেয়া হচ্ছে।

গতকাল সাভারের আশুলিয়ায় পুলিশ কনস্টেবল পদে নতুন নিয়োগপ্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সাভার উপজেলা আওয়ামী লীগের আয়োজনে উপজেলা সভাপতি হাসিনা দৌলার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান।

ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, আগাম বন্যায় দেশের ২৮টি জেলা কবলিত হয়েছে, সেখানে আগাম ত্রাণসামগ্রী পাঠানো হয়েছে। পাশাপাশি প্রায় জেলায় পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। অনুষ্ঠানের সাভার উপজেলা থেকে নিয়োগপ্রাপ্ত ২৯ জন নারী সদস্যসহ ৩০৯ জনকে সংবর্ধনা দেয়া হয়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন