ভারতের তুলা উৎপাদন পূর্বাভাস কমিয়েছে ইউএসডিএ

বণিক বার্তা ডেস্ক

২০১৯-২০ মৌসুমে ভারতের তুলা উৎপাদন পূর্বাভাস কমিয়েছে মার্কিন কৃষি বিভাগ (ইউএসডিএ)। ইউএসডিএর পূর্বাভাস অনুযায়ী, এ মৌসুমে ভারতে ২ কোটি ৯০ লাখ বেল ( ৪৮০ পাউন্ড) তুলা উৎপাদনের সম্ভাবনা রয়েছে, যা প্রতিষ্ঠানটির আগের প্রাক্কলনের তুলনায় ১ শতাংশ কম। ইউএসডিএর ফরেন এগ্রিকালচার সার্ভিসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর কমোডিটি অনলাইন।

ইউএসডিএর আগের প্রাক্কলনে ২০১৯-২০ মৌসুমে ভারতে সম্ভাব্য তুলা উৎপাদনের পরিমাণ ধরা হয়েছিল ২ কোটি ৯৩ লাখ বেল। সাম্প্রতিক প্রতিবেদনে এটি সামান্য কমিয়ে নামিয়ে আনা হয়েছে ১ কোটি ৯০ লাখ টনে।

ইউএসডিএর প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের প্রধান তুলা উৎপাদনকারী এলাকা মহারাষ্ট্রের মধ্যাঞ্চল ও কর্ণাটকে কৃষিপণ্যটির চাষ কমে গেছে। এ অঞ্চলের কৃষকরা তুলার পরিবর্তে সয়াবিন ও ডাল উৎপাদনের দিকে ঝুঁকেছেন। এর প্রভাবে দেশটির সম্মিলিত তুলা উৎপাদনের পরিমাণ কমে যেতে পারে। তবে রাজস্থান ও ওড়িশায় কৃষিপণ্যটির রেকর্ড ফলন হতে পারে বলে জানিয়েছে ইউএসডিএ। আগের পাঁচ বছরের গড়ের চেয়েও ৫ শতাংশ বেশি ফলনের আশা করা হচ্ছে এ অঞ্চলের তুলা চাষে। এ কারণে ২০১৯-২০ মৌসুমের জন্য পূর্বাভাস কমানো হলেও, দেশটির মোট উৎপাদন বাড়তে পারে ৯ শতাংশ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন