তামিমকে বিশ্রাম নিতে বললেন সাকিব

ক্রীড়া প্রতিবেদক

বিশ্বকাপ পারফরম্যান্সে সবাইকে ছাড়িয়ে গিয়েছিলেন সাকিব আল হাসান। সতীর্থদের কাছ থেকে যোজন যোজন এগিয়ে ছিলেন বিশ্বসেরা এ অলরাউন্ডার। যেখানে সাকিবের সঙ্গে একেবারেই তাল মেলাতে পারেননি বাকিরা। এ অবস্থায় শ্রীলংকা সফরে সাকিব থাকলে কি ভিন্ন কিছু হতে পারত? প্রশ্ন একেবারে অমূলক নয়। রাজধানীর একটি স্কুলে ডেঙ্গু সচেতনতা কার্যক্রমে অংশ নিতে গিয়ে এমন প্রশ্নের উত্তরও দিতে হয়েছে সাকিবকে। পাশাপাশি সতীর্থ ও বন্ধু তামিম ইকবালের পারফরম্যান্স নিয়েও প্রশ্ন করা হয়েছিল সাকিবকে। এ সময় তামিমকে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে বিশ্রাম নেয়ার পরামর্শও দিয়েছেন সাকিব।

সফরে দলের সঙ্গে থাকলে ফল ভিন্ন হতে পারত কিনা, এমন প্রশ্নের উত্তরে সাকিব বলেন, ‘সেটা বলা যায় না। আমি গেলে ভালো কিছু না-ও করতে পারতাম। হয়তো তিনটা ভালো বলে টানা তিন ম্যাচে আউটও হয়ে যেতে পারতাম। তখন কোনো অবদান রাখা হতো না।’

একজন খেলোয়াড়কে পুরোপুরিভাবে তৈরি হয়েই খেলা উচিত বলে মন্তব্য করেন সাকিব, ‘আমি বিশ্বাস করি, যখন কোনো খেলোয়াড় ফিট না থাকে, তখন তার খেলা ঠিক না। কারণ এতে কাজটা কঠিন হয়ে যায়। পারফরম্যান্সের ওপর বড় ভূমিকা রাখে আপনি কতটা ফিট বা আনফিট সেটা।’

এদিকে বিশ্বকাপের পর শ্রীলংকা সফরেও ভালো করতে পারেননি তামিম ইকবাল। তামিমের সমস্যার সমাধান হিসেবে এ সময় বিশ্রামের কথা বলেন সাকিব, ‘একজন ক্রিকেটারের এমন সময় আসতেই পারে। এখন আমার মনে হয় ওর যেটা দরকার তা হলো ভালো একটা বিশ্রাম নেয়া। ওর নিজেকে রিকভার করে, সতেজ হয়ে এবং আগের চেয়ে ভালোভাবে রিকভার করে ফিরে আসা দরকার। আমি নিশ্চিত ও এটা করবে।’

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন