ফেরিতে মৃত্যু : নৌপরিবহন মন্ত্রণালয়ের তদন্ত কমিটি পুনর্গঠন

নিজস্ব প্রতিবেদক

‘অতিরিক্ত সচিবের জন্য বিলম্ব : প্রাণ গেল অ্যাম্বুলেন্সের রোগীর’ শিরোনামে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে প্রচারিত এবং বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদের বিষয়ে গত সোমবার নৌপরিবহন মন্ত্রণালয়ের গঠন করা দুই সদস্যের তদন্ত কমিটি পুনর্গঠন করা হয়েছে। যা সোমবার থেকেই কার্যকর থাকবে।

গতকাল বুধবার নৌপরিবহন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করে।

পুনর্গঠিত  তিন সদস্যের তদন্ত কমিটির আহবায়ক হলেন- নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সঞ্জয় কুমার বণিক। সদস্যরা হলেন- যুগ্ম সচিব শাহনওয়াজ দিলরুবা খান এবং উপসচিব এস এম শাহ্ হাবিবুর রহমান হাকিম।

কমিটি সরেজমিনে তদন্ত করে আগামি সাত কার্যদিবসের মধ্যে প্রাথমিক তদন্ত প্রতিবেদন মন্ত্রণালয়ে দাখিল করবে।

এর আগে গত বৃহস্পতিবার রাতে সরকারের এটুআই প্রকল্পের যুগ্ম সচিব আব্দুস সবুর মণ্ডলের গাড়ির অপেক্ষায় প্রায় তিন ঘণ্টা ফেরি বসে থাকায় ঘাটে আটকে পড়া অ্যাম্বুলেন্সে স্কুলছাত্র তিতাস ঘোষের মৃত্যু হয় বলে অভিযোগ উঠে। এ ঘটনার চারদিন পরে বিষয়টি জানাজানি হলে বিভিন্ন গণমাধ্যমে তিতাসের মৃত্যু নিয়ে সংবাদ প্রকাশ ও প্রচারিত হয়। এতে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন